সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য জামিন পেয়েছেন টেরর ফান্ডিংয়ে অভিযুক্ত শেখ আবদুল রশিদ। তার পরেই ইন্ডিয়া জোটকে সমর্থন করা নিয়ে মুখ খুললেন বারামুলার সাংসদ। তাঁর কথায়, বিশেষ একটি শর্ত মেনে নিলেই ইন্ডিয়া জোটের সমস্ত প্রার্থীকে সমর্থন করবে তাঁর দল। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র এক সপ্তাহ। এহেন পরিস্থিতিতে রশিদের মুক্তি নিয়ে রাজনৈতিক মহলের দাবি, আওয়ামি ইত্তিহাদ পার্টি আসলে বিজেপিরই বি-টিম।
[আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর সঙ্গে তর্ক! জরুরি অবস্থার সময়ে গ্রেপ্তার হন ছাত্রনেতা ইয়েচুরি]
সংবাদসংস্থা পিটিআইকে রশিদ বলেন, "ইন্ডিয়া জোট আমাদের কথা দেয় যে ওরা কেন্দ্রে ক্ষমতায় ফিরলেই ৩৭০ ধারা ফিরিয়ে দেবে, তাহলে ইন্ডিয়া জোটকে সমর্থন করব। আমার দলের প্রত্যেক কর্মী, প্রত্যেক প্রার্থীকে বলব যেন নিজেদের ভোট যেন ইন্ডিয়া জোটকে দেয়।" রশিদের সাফ দাবি, তাঁরা ভারতের শত্রু নন বা পাকিস্তানের এজেন্ট নন। ২০১৯ সালের ৫ আগস্ট নরেন্দ্র মোদি তাঁদের সমস্ত কিছু অসাংবিধানিকভাবে কেড়ে নিয়েছেন বলেই মনে করেন বারামুলার সাংসদ। সাফ জানিয়ে দেন, ভারত যদি গোটা বিশ্বে ক্ষমতাবান 'বিশ্বগুরু' হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে অবশ্যই কাশ্মীর সমস্যা মেটাতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির বিশেষ আদালত থেকে জামিন পেলেও রশিদ কাশ্মীরে পা রাখতে পারেন পবিত্র জুম্মাবার, অর্থাৎ শুক্রবারে। আইনি প্রক্রিয়া মেটাতে মাঝের ক’দিন লেগে যাবে বলেই মনে করছেন তাঁর পরিবার ও দল। তবে জেল থেকে বেরনোর আগেই সাক্ষাৎকার দিয়েছেন রশিদ। যদিও রাজনৈতিক বিরোধিতা ভুলে 'জঙ্গি' রশিদকে একযোগে বিঁধেছে পিডিপি-ন্যাশনাল কনফারেন্স। বিজেপির 'বি-টিম' বলে কটাক্ষ করা হয়েছে রশিদের দলকে।