shono
Advertisement

কাপুর-ভাট পরিবারের নয়নমণি রাহা, মেয়েকে কী বলে ডাকেন রণবীর-আলিয়া? প্রকাশ্যে মিষ্টি নাম

খুদে রাহাকে বাড়িতে রেখে কাজে যেতে কতটা কষ্ট হয়? জানালেন আলিয়া ভাট।
Posted: 03:01 PM Dec 17, 2023Updated: 03:01 PM Dec 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট রাহা ধীরে ধীরে বড় হচ্ছে। সিনেমার শুটিংয়ের ফাঁকে মেয়ের সঙ্গেই সময় কাটে রণবীর কাপুর, আলিয়া ভাটের (Alia Bhatt)। মা-বাবা হিসেবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। দুই তারকার কাঁধেই বর্তমানে বিশাল দায়িত্ব। সম্প্রতি একবছর পূর্ণ করেছে রাহা। মুখ না দেখালেও মেয়ের জন্মদিনে নরম, তুলতুলে কেক মাখা হাতের ছবি প্রকাশ্যে এনেছিলেন মা আলিয়া। এবার বাড়িতে ছোট্ট রাজকন্যেকে কী বলে ডাকেন (Raha’s Nickname)? সেই মিষ্টি নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

Advertisement

রবিবাসরীয় আলসে দুপুরে ইনস্টাগ্রামে ‘সানডে ফানডে’ প্রশ্নোত্তর পর্ব করেন আলিয়া ভাট। সেই Ask Me Anything সেশনেই অভিনেত্রীকে রাহার ডাকনাম জিজ্ঞেস করে বসেন এক অনুরাগী। মেয়ের মুখ না দেখালেও এই বিষয়টি কিন্তু এড়িয়ে যাননি আলিয়া। বরং একটা-দুটো নয় তিনটে আদুরে নাম প্রকাশ্যে আনলেন তিনি। আদর করে বাড়িতে রাহাকে কখনও ‘রহু’, ‘রারা’ আবার কখনও বা ‘ললিপপ’ বলে ডাকেন রণবীর-আলিয়া। এর পাশাপাশি যে আরও কিছু নামও রয়েছে সেটাও জানিয়ে দেন অভিনেত্রী। তবে সেই নামগুলো আর বলেননি তিনি। আরেক অনুরাগী জিজ্ঞেস করেন, এখনও কি খুদে রাহাকে বাড়িতে রেখে কাজে যেতে কষ্ট হয়? এপ্রসঙ্গে আলিয়া বলেন, ওকে ছেড়ে কাজে যাওয়াটা এখনও আমার কাছে অত সহজ নয়। আমার মনে হয় ধাতস্থ হতে আরেকটু সময় লাগবে। আমি দূরে থাকলে রাহা আমার পরিবারের সঙ্গে সময় কাটায়, তাতে আমি খানিক কম অপরাধবোধে ভুগি।”

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট। তার আড়াই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী। ২০২২ সালের ৬ নভেম্বর রাহার জন্ম হয়। মেয়ের মুখদর্শন প্রসঙ্গে আলিয়া এর আগে জানিয়েছিলেন, “আমার মধ্যে এমন কোনও বিষয় নেই যে মেয়ের মুখ লুকিয়েই রাখব। লুকিয়ে রাখব না। ওকে নিয়ে আমরা ভীষণ গর্বিত।” তাহলে কেন মেয়ের মুখ দেখাননি? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন আলিয়া।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র মার্কশিটে ভালো নম্বর দিল ‘কড়া-সংস্কারি’ সেন্সর বোর্ড, কত ঘণ্টার ছবি জানেন?]

অভিনেত্রী জানান, রাহা এখন খুবই ছোট। মা-বাবা হিসেবে তাঁরাও প্রতিদিন নতুন কিছু শিখছেন। ফলে এখনই তার মুখ সকলের সামনে আনতে চান না। খুদে মিষ্টি রাহার মুখ দেখতে আরেকটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

[আরও পড়ুন: গান থামিয়ে শ্রোতার দিকে মাইক ছুড়লেন অরিজিৎ! তার পর কী হল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement