shono
Advertisement

বাজি হাতে ছবি পোস্ট, নেটদুনিয়ায় সমালোচনার শিকার বিগ বি

কী বলছেন নেটিজেনরা? The post বাজি হাতে ছবি পোস্ট, নেটদুনিয়ায় সমালোচনার শিকার বিগ বি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 PM Nov 08, 2018Updated: 09:28 PM Nov 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজি পোড়ালেই বাতাসে ছড়াচ্ছে দূষণের বিষ৷ তার জেরেই ক্ষতি হচ্ছে সকলের৷ তাই অনেকেই এবার পরিবেশ দূষণ যাতে না হয়, সেভাবে দিওয়ালির আনন্দে মেতে উঠেছিলেন৷ আলোর উৎসবে আনন্দের মুহূর্তের বেশিরভাগ সেলেব্রিটির ছবিই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ বিগ বি দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ আর সেই ছবির ফলেই নেটদুনিয়ায় জোর সমালোচনা হয়েছে তাঁকে নিয়ে৷

Advertisement

[নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে দীপাবলি উদযাপন সুস্মিতার, ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট]

অমিতাভ বচ্চন ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন৷ ছবি দুটিতেই বেশ স্পষ্ট পরিবারের সঙ্গে দিওয়ালি ভালই কেটেছে তাঁর৷

[মীনাম্মাকে বিয়ে করছে সিম্বা, ইনস্টাগ্রামে পোস্ট উচ্ছ্বসিত রোহিতের]

একটি ছবিতে জয়া বচ্চনের সঙ্গে ফুলঝুরি হাতে দেখা গিয়েছে তাঁকে৷

 [ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ‘জিরো’-এর ট্রেলার]

অপর একটি ছবিতে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন বিগ বি৷ ছবিতে রয়েছেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই ও ছোট্ট আরাধ্যা৷ ওই ছবিটিতেও দেখা গিয়েছে তাঁরা বাজি ফাটাচ্ছেন৷

[নতুন সম্পর্কে জড়ালেন সিদ্ধার্থ, সেই মহিলা কে জানেন?]

এই ছবি দুটি দেখার পর নেটিজেনরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন৷ সুখী বচ্চন পরিবার দিওয়ালির আনন্দে মেতে উঠেছেন, এটা দেখে খুশি না হয়ে পারা যায় না৷ আবার কারও কারও মতে, একজন সেলেব্রিটি হয়েও, দূষণের কথা না ভেবে এভাবে বাজি ফাটানো উচিত হয়নি অমিতাভের৷ যেভাবে বাজির ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন তিনি, তাতে নাকি দূষণ আরও বাড়তে পারে বলেই দাবি নেটিজেনদের একাংশের৷ আবার কারও কারও মতে, এই ছবি পোস্ট করার আগে বিগ বি-র পরিবেশ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত ছিল বলেই দাবি৷ নেটিজেনরা যতই প্রতিক্রিয়া দিক না কেন, বিগ বি যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন৷ এখনও কোনও মন্তব্যই করেননি তিনি৷

The post বাজি হাতে ছবি পোস্ট, নেটদুনিয়ায় সমালোচনার শিকার বিগ বি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement