সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরের দিকে যে অনেকটাই ঝুঁকে রয়েছেন বলিউডের অন্যতম অভিনেতা অনুপম খের, তা আর গোপন নয়। এমনকী, নিজের নামের পাশে নিজেই লাগিয়েছেন হিন্দুত্ববাদী ট্যাগ। আর এবার রামমন্দিরের উদ্বোধনের আবহে নিজের সেই ভাবনাতেই আরও শান দিলেন অনুপম। গায়ে রামের নাম লেখা চাদর জড়িয়ে একটি ভিডিও পোস্ট করলেন টুইটারে। ভিডিওতে বললেন, ”অবশেষে দাদুর স্বপ্নপূরণ হল!”
২২ জানুয়ারি অযোধ্যায় রামন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে গোটা দেশ। তবে অনুপম খেরের আবেগটা অন্য জায়গায়। ভিডিও পোস্ট করে সেই আবেগের কথাই তুলে ধরলেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন, ”জয় শ্রীরাম। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আমার দাদু অমরনাথজির প্রতিনিধিত্ব করব। রামমন্দিরের স্বপ্ন দেখেছিল আমার দাদু। কাশ্মীরের সমস্ত হিন্দু ভাইবোনরা সেদিন আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।”
[আরও পড়ুন: রাত-বিরেতে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে অনুপম! কেন জানেন?]
প্রসঙ্গত, ধবার প্রতীকী মূর্তি বসেছিল অযোধ্যায় মন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে। যে প্রক্রিয়াকে ‘পরিসর ভ্রমণ’ বলেন পুরোহিতরা। বৃহস্পতিবার ভোরে নেপালের কষ্টিপাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হল গর্ভগৃহে। ‘গৃহপ্রবেশে’র আগে একদফা পুজো হয় ভগবানের। এর পর ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে ক্রেনের সাহায্যে মন্দিরে ঢুকলেন রামলালা।
শ্রীরাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র বলেন, ভোরে রামলালার গৃহপ্রবেশ হয়েছে। বৃহস্পতিবারই গর্ভগৃহে মূর্তি স্থাপিতও হবে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ট্রাকে করে বিরাট রামমূর্তি আনা হয় মন্দিরে। মঙ্গলবার ‘পরিসর ভ্রমণে’র পাশাপাশি কৈলাশ পূজনও হয়। নৃপেন্দ্র মিশ্র জানান, ২২ তারিখে প্রাণ প্রতিষ্ঠার পরে সাতদিন ধরে পুজো চলবে। ১২১ জন আচার্য যাবতীয় নিয়ম পালন করবেন। ২২ তারিখ বেলা ১২টা বেজে ২০ নাগাদ শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান।