সুকুমার সরকার, ঢাকা: ফের বিতর্কে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে আলোচনা যেন পিছুই ছাড়ছে না। এবার পরিচারিকাকে মারধরের অভিযোগে ঢাকার ভাটারা থানায় তাঁর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ, মেয়েকে খাবার খাওয়া নিয়ে পরিচারিকার সঙ্গে ঝামেলা হয় পরীমণির। তখনই তিনি পরিচারিকাকে মারধর করেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) থানায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্তার। ভাটারা থানার ওসি মহম্মদ মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে বাড়ির এক পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।" নির্যাতনের অভিযোগ পিংকি আক্তার সংবাদমাধ্যমে বলেন, "এক মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে পরীমণির বসুন্ধরা আবাসিক এলাকার বাড়িতে কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরীমণির এক বছরের মেয়ের দেখাশোনা করা। তাকে খাবার খাওয়ানো। ওনার বাচ্চাকে প্রতি দু'ঘণ্টা পরপর খাওয়ানোর নিয়ম। আমি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে দু'ঘণ্টা পরপর খাবার খাওয়াই। তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও, বাসার অন্যান্য কাজও করানো হতো।"
পিংকি জানান, "গত ২ এপ্রিল আমি পরীমণির মেয়েকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম। সেই সময় বাচ্চাটা কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি, যিনি পরীমণির পরিচিত এবং মাঝেমধ্যেই তাঁর বাড়িতে আসেন, আমাকে বলেন, বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও। তখন আমি সৌরভ ভাইকে বললাম, বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে, দু'ঘণ্টা হয়নি এখনও। আমি একটু কাজ করি, তারপর দুধ খাওয়াব। আমি এখানে এসে জেনেছি, আমার আগে যিনি ছিলেন, তিনিও বাচ্চাটা কাঁদলে মাঝেমধ্যে দুধ দিতেন। তাই আমিও বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে পরীমণি মেকআপ রুম থেকে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। জানতে চান, আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি? আমি তখন তাকে বললাম, যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনও হয়নি, তাই আমি দুধ নিয়েছি। তখন পরীমণি আমাকে গালি দিয়ে বলেন, বাচ্চাটা কি তোর না আমার? এরপরই তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় মারতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন।’ পরীমণির বিরুদ্ধে আরও বড় আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন পিংকি। তবে এখনও পরীমণির তরফে কিছু জানানো হয়নি।