সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের দুরবস্থার জন্য কে দায়ী? প্লেয়াররা, নাকি কোচ, নাকি নির্বাচকরা? সেই সব হতেই পারে। তার সঙ্গে দায়ী নাকি আইপিএলও! অন্তত এমনটাই দাবি করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি। তারপর নিউজিল্যান্ড সফরে গিয়েই বা ছবিটা বদলাল কই? টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হার। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তো একেবারে চুনকাম। ভারত যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আনন্দ নিয়েই আইপিএলে ডুবে, সেখানে পাক ক্রিকেটে অন্ধকার আরও বাড়ছে।
আর তার কারণ খুঁজতে গিয়ে আইপিএল'কেও বেছে নিলেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। মুম্বইয়ে জঙ্গি আক্রমণের পর থেকে আর আইপিএলে খেলার অধিকার নেই পাক ক্রিকেটারদের। সেটা আসলে ক্ষতিই করেছে। রশিদ বলছেন, "আমরা যদি ওখানে খেলতাম, তাহলে লোকের আগ্রহ বাড়ত। ব্যবসাও বাড়ত। এমনকী আমাদের দেশেও দেখানো হত যে পাকিস্তানের প্লেয়াররা খেলছে।"
সেই হিসেবে তিনি তুলে আনছেন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের উদাহরণ। রশিদের বক্তব্য, "প্যাট কামিন্স, জোফ্রা আর্চার, কাগিসো রাবাডার মতো বোলাররা এখানে খেলে। প্রতিযোগিতা বেশি, পরিকাঠামো ভালো। আইপিএল বিশ্বের সেরা লিগ। ফলে প্রচুর কিছু শেখার সুযোগ আছে। আফগানিস্তানের উত্থান হয়েছে আইপিএল থেকে। রশিদ খানকে দেখে নুর আহমেদ, আজমাতুল্লা ওমরজাই, ফজলহক ফারুকিরা এসেছে। ওদের জাতীয় দলেরও অনেক উন্নতি হয়েছে।"