বলিউডের এই খানের সঙ্গেই কাজ করতে চান বিশ্বসুন্দরী মানুষী

01:54 PM Sep 22, 2019 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব জয় করে দেশে ফিরেছেন। মুম্বই বিমানবন্দরে পেয়েছেন গ্র্যান্ড ওয়েলকাম। দেশবাসী সাদরে গ্রহণ করে নিয়েছেন হরিয়ানার কন্যাকে। যুদ্ধ জয়ের হাসি ছড়িয়ে পড়েছে তাঁর মুখে। এবার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলিউড? অবধারিত প্রশ্নটি উঠেই গেল তাঁর সামনে। জবাব দিতে তিনিও সিদ্ধহস্ত। নিজের পছন্দ জানাতে এতটুকু কার্পণ্য করলেন না বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। জানিয়ে দিলেন বলিউডে কার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে চান তিনি।

Advertisement

[বিশ্ব জয় করে দেশে ফিরলেন মানুষী চিল্লার, বিমানবন্দরে উন্মাদনা]

ডাক্তারি পড়ার পাশাপাশি নাচও শিখেছেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রীও ছিলেন। সিনেমা দেখতে বরাবরই ভালবাসেন মানুষী। এহেন কন্যার সিনেমায় আসা সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাংবাদিক বৈঠকে সে প্রশ্ন সরাসরি উঠে গেল। জানতে চাওয়া হল বলিউডে কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান বিশ্বসুন্দরী? উত্তরে মানুষী জানিয়ে দিলেন আমির খানের কাজ সবচেয়ে ভাল লাগে তাঁর।

Advertising
Advertising

মিস্টার পারফেকশনিস্টের সঙ্গেই অভিনয় করতে চান। কারণ আমিরের সিনেমায় সমাজের নানা সমস্যা সুন্দরভাবে তুলে ধরা হয়। তাতে বাস্তবের স্পর্শ থাকে। এমন কাজই ভবিষ্যতে করতে চান তিনি।

[ভাইরাল ভিডিওয় এ কোন মানুষী! বিশ্বসুন্দরীর পুরনো লুকে মজে নেটদুনিয়া]

বিশ্বসুন্দরীদের বলিউডে আসা নতুন নয়। সাফল্যের নজিরও কম নেই। জ্বলজ্যান্ত প্রমাণ ঐশ্বর্য রাই বচ্চন। এখনও গ্ল্যামার জগতে ঐশ্বর্যের চাহিদা কম নেই। প্রিয়াঙ্কা চোপড়াও সাফল্যের শীর্ষে। বলিউডের পর এখন হলিউডেও নিজের জাত চিনিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কাই মানুষীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী। তাঁর মতোই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সমাজে নারীর ও শিশুদের কল্যাণের জন্যও কাজ করে যেতে চান। সরকার চাইলে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ আন্দোলনেও শামিল হতে আপত্তি নেই বলে জানান তিনি।

[বিশ্বসুন্দরী মানুষী সম্পর্কে এই অজানা তথ্যগুলি জানতেন?]

The post বলিউডের এই খানের সঙ্গেই কাজ করতে চান বিশ্বসুন্দরী মানুষী appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next