প্রকাশ্যে বেআব্রু, মঞ্চেই খুলে গেল এই তারকার স্কার্ট

05:43 PM Sep 17, 2019 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোয়ের নাম বিগ বস হোক কিংবা বিগ ব্রাদার -বিতর্ক তো লেগেই থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ার ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’-এ সম্প্রতি যা হল, তা শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। প্রকাশ্য মঞ্চেই খুলে গেল তারকা প্রতিযোগী কোর্টনি অ্যাক্টের স্কার্ট। সম্পূর্ণ অনাবৃত হয়ে গেল নিম্নাঙ্গ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

Advertisement

Courtney Act suffers EPIC wardrobe failure as she flashes audience after tripping on her skirt while entering #CBB. pic.twitter.com/RgutlvACqn

Advertising
Advertising

— Pop Crave (@PopCrave) January 5, 2018

অস্ট্রেলিয়া টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ কোর্টনি। সেই সুবাদেই রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। ঘরে ঢোকার আগে শোয়ের সঞ্চালিকা এমা উইলিসের সঙ্গে ক্ষণিকের সাক্ষাৎকার সারেন তিনি। এরপরই সিঁড়ি দিয়ে নেমে মঞ্চে পা রাখতে যান। সেখানেই ঘটে বিপত্তি। পরনের স্কার্টটি সম্পূর্ণ খুলে যায় কোর্টনির। কোনওমতে তা তুলে প্রকাশ্যে মঞ্চ দিয়েই ঘরের দিকে দৌড় দেন।

[৭৫তম গোল্ডেন গ্লোবে চাঁদের হাট, সেরা ‘থ্রি বিলবোর্ডস’ ও ‘লেডি বার্ড’]

সেখানে গিয়েও একই বিপত্তি। ঘরে ঢুকে অন্যান্য প্রতিযোগীদের সামনে স্কার্ট খোলার জন্য দুঃখ প্রকাশ করেন কোর্টনি। সকলে তাঁর গোপনাঙ্গ দেখে ফেলল। এই আক্ষেপ করতে করতেই ফের খুলে যায় স্কার্ট। হতবাক হয়ে যান ঘরের অন্যান্য তারকা বাসিন্দারাও।

[জন্মদিনে স্বামীর সঙ্গে খুনসুটিতে মাতলেন বিপাশা, দেখুন ভিডিও]

দু’টি ভিডিওই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ পোশাক বিভ্রাটের জন্য দুঃখপ্রকাশ করেছেন বটে, তবে বেশিরভাগ নেটিজেনই এ ঘটনাকে ইচ্ছাকৃত তকমা দিয়েছেন। তাঁদের দাবি প্রচারের আলোয় থাকতেই এ কাজ করেছেন কোর্টনি। তবে কারণ যাই হোক, এপিসোডটি বেশ ভালই টিআরপি পেয়েছে।

[বিয়ে না করেই সলমনকে বাবা হওয়ার পরামর্শ দিলেন রানি!]

The post প্রকাশ্যে বেআব্রু, মঞ্চেই খুলে গেল এই তারকার স্কার্ট appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next