shono
Advertisement

শাহরুখ খানের ‘পাঠান’ছবিতে কেমন হবে সলমনের প্রথম দৃশ্য? জানলে চমকে যাবেন

আগে কোনও বলিউড তারকার বোধহয় এমন এন্ট্রি হয়েছে বলে তো মনে হয় না।
Posted: 09:02 PM May 25, 2021Updated: 09:02 PM May 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুলতান তিনি। ক্যামিও চরিত্রে অভিনয় করলেও শাহি মেজাজেই এন্ট্রি নেন। সূত্রের খবর মানলে, তেমনটাই হতে চলেছে ‘পাঠান’ (Pathan) ছবির ক্ষেত্রে। শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাক ছবি ‘পাঠান’। তাতেই ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন খান। শোনা গিয়েছে, সিনেমায় সলমনের গ্র্যান্ড এন্ট্রি দেখানো হবে। তাও আবার বুর্জ খালিফার (Burj Khalifa) উপরে।

Advertisement

২০১০ সালে উদ্বোধনের পর থেকেই পর্যটকদের অন্যতম আকর্ষণ দুবাইয়ের বুর্জ খালিফা। ১৬৩ তলার এই সৌধের সামনে বলিউডের অনেক ছবির শুটিংই হয়েছে। তবে সলমনের এন্ট্রি এক্কেবারে অন্যরকম হতে চলেছে বলে খবর। বলিউডে জোর গুঞ্জন, হেলকপ্টারে করে বুর্জ খালিফার উপরে টাইগার হিসেবে নামবেন সলমন খান। রুশ মাফিয়ার হাত থেকে শাহরুখ খানের চরিত্রকে বাঁচাবেন তিনি। ভাইজানের এই দৃশ্য এতটাই ‘লার্জার দ্যান লাইফ’ হবে, যা ভারতীয় সিনেমার দর্শকরা আগে দেখেননি। তাঁর উপরে শাহরুখ-সলমন যুগলবন্দি তো রয়েছেই।

[আরও পড়ুন: ‘যশ’ মোকাবিলায় চণ্ডীপুরের রাস্তায় সোহম, দেখলেন ত্রাণ শিবির, খুললেন কন্ট্রোল রুম]

সলমন খান এবং শাহরুখ খান। এই দুই নাম এক সিনেমায় থাকা মানেই আলাদা আকর্ষণ। শাহরুখের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জিরো’তেও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সলমন। যদিও সে ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। আর তারপরই শাহরুখ সিনেমা থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে বলিউড বাদশার কামব্যাক ছবিতে ফের ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন। বন্ধুর কামব্যাকের কথা শুনেই নাকি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন।

আদিত্য চোপড়ার (Aditya Chopra) প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ (Sidhdarth Anand)। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর আবারও ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ছবিতে রয়েছেন জন আব্রাহামও (John Abraham)। শোনা গিয়েছে, ভিলেনের ভূমিকায় দেখা যাবে জনকে। কিছুদিন আগেই মুম্বইয়ে শুটিং শুরু করেছিলেন শাহরুখ। কিন্তু করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি একটু ঠিক হলেই ফের শুরু হয়ে যাবে ‘পাঠান’-এর কাজ।

[আরও পড়ুন: TikTok অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে পাকিস্তান, ক্ষিপ্ত হয়ে কী সিদ্ধান্ত নিলেন মিয়া খালিফা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement