shono
Advertisement

Breaking News

গণপতির আশীর্বাদ নিয়ে শাহরুখকে বিপদে ফেলবে কৃষ!

বুধবারই 'কৃষ ৪'-এর মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক-প্রযোজক রাকেশ রোশন৷ The post গণপতির আশীর্বাদ নিয়ে শাহরুখকে বিপদে ফেলবে কৃষ! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:51 PM Sep 15, 2016Updated: 06:21 PM Sep 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ইদে মুক্তি পেয়েছিল সলমন খানের ‘সুলতান’৷ ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল কিং খানের বহু প্রতীক্ষিত ‘রইস’-এরও৷ কিন্তু ব্যবসার খাতিরে ছবি মুক্তির দিন পিছিয়ে দেন শাহরুখ৷ ‘সুলতান’-এর আশপাশ থেকে সরে গেলেও ফের একই সমস্যায় পড়তে চলেছেন বলিউড বাদশা৷ তবে এবার দাবাং খান না, কিং খানের প্রতিপক্ষ হৃতিক রোশন৷

Advertisement

বুধবারই ‘কৃষ ৪’-এর মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক-প্রযোজক রাকেশ রোশন৷ জানিয়ে দিলেন, আগামী বছর বড়দিনে ফিরবে খুদে সিনেপ্রেমীদের ফেভারিট সুপারহিরো ‘কৃষ’৷ বুধবার হৃতিক রোশনের একটি টুইটে আবার ‘কৃষ ৪’-এর প্রেক্ষাপটেরও খানিকটা ইঙ্গিত মিলল৷ এবার কৃষ ছবির স্পেশাল চমক কী? হৃতিক কৃষের যে ছবিটি টুইট করেছেন, সেই কৃষের চেহারার সঙ্গে গজাননের ভালই মিল রয়েছে৷ সঙ্গে লেখা, গণপতির আশীর্বাদ পাচ্ছে ‘কৃষ ৪’৷ তবে কি এবার হিন্দু দেবতা গণেশকেই সুপারহিরো হিসেবে তুলে ধরা হবে ছবিতে? এমন প্রশ্নের উত্তরে রাকেশ রোশন জানালেন, “আমার স্ত্রী আমায় গণেশের ছবি দেখানোর পরই কৃষ চতুর্থ পার্ট তৈরির আত্মবিশ্বাস পাই৷”

বক্স অফিসে ‘মহেঞ্জো দারো’ মুখ থুবড়ে পড়েছে৷ তাই আগামী বছর ‘কৃষ ৪’-এর হাত ধরে ফের বাজিমাত করবেন হৃতিক রোশন, তাঁর ফ্যানরা অন্তত গণপতির কাছে তেমনটাই প্রার্থনা করছেন৷ কিন্তু শাহরুখ খানের ছবিও যে বড়দিনেই মুক্তি পাবে! সেই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি৷ তবে কি ফের দিন বদল করবেন বাদশা? বলিউডে এই নিয়েই চলছে জল্পনা৷

The post গণপতির আশীর্বাদ নিয়ে শাহরুখকে বিপদে ফেলবে কৃষ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement