সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বিতর্কিত বিষয় নিয়েই ছবি বানাতে পছন্দ করেন। ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম’ থেকে হাল আমলের ‘দ্য কাশ্মীর ফাইলস’। তাঁর ছবির মতোই বিতর্কিত তিনিও। যেখানেই যান বিতর্ক বহু সময়ই তাঁর সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যায় সেখানে। এবার ইউরোপেও বিতর্কে জড়ালেন পরিচালক। অভিযোগ তুললেন, হিন্দু কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে এখানে।
ঠিক কী হয়েছে? বিবেক টুইটারে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ”আবার ‘হিন্দুফোবিক’ অক্সফোর্ড ইউনিয়ন হিন্দু কণ্ঠকে রোধ করল। ওরা আমাকে বাতিল করেছে। সত্য়িটা হল, ওরা হিন্দু গণহত্যা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘুদের বাতিল করল। যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি পাকিস্তানি। দয়া করে শেয়ার ও সমর্থন করে এই কঠিন লড়াইয়ে আমার পাশে থাকুন।”
[আরও পড়ুন: ‘বাংলার জন্য ১০ হাজার কোটি বরাদ্দ, জমি পেলেই কাজ শুরু’, কলকাতায় দাঁড়িয়ে দাবি রেলমন্ত্রীর]
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান প্রসঙ্গে এই অভিযোগ বিবেকের। ওই টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, ”গতকাল, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছই একেবারে শেষ মুহূর্তে। আমাকে বলা হয় আমি ইভেন্টের ভিডিও রেকর্ড করতে পারব না। এটা একশো শতাংশ মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। এটা হল কেননা কিছু পাকিস্তানি ও কাশ্মীরি মুসলিম পড়ুয়া প্রতিবাদ করেছিল। এটা গণহত্যাকে অস্বীকার, ওরা ফ্যাসিস্ট।”
তিনি আরও বলেন, আমন্ত্রণ পেয়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। কিন্তু সেখানে তাঁকে জানিয়ে দেওয়া হয় ডবল বুকিং হয়ে গিয়েছে ভুল করে। তাঁর ইভেন্টটি ১ জুলাই অনুষ্ঠিত করা যাবে। বিবেকের প্রশ্ন, ”ওই সময় বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও পড়ুয়াই থাকবে না। আমাকে কি বাতিল করা হল?” বিবেকের ক্ষোভ, ”অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হিন্দুরা সংখ্যালঘু। আর এটা সংখ্যালঘুর অবদমন।”