shono
Advertisement
Tollywood

শাশ্বতকন্যা হিয়া চট্টোপাধ্যায়ের টলিউড ডেবিউ, উচ্ছ্বসিত মা মহুয়া, কী জানালেন?

ত্রিকোণ প্রেমের জমজমাট গল্পে শাশ্বতকন্যার বিপরীতে কোন দুই অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 04:30 PM Apr 30, 2025Updated: 04:30 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরী হিসেবে টলিউড-বলিউডে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাংলার বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার তাঁর পরবর্তী প্রজন্মের পালা। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মেয়ে হিয়া চট্টোপাধ্যায়। আর পয়লা ছবিতেই জুটি বাঁধতে চলেছেন 'বন্দিশ ব্যান্ডিটস' এবং 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' খ্যাত ঋত্বিক ভৌমিকের সঙ্গে। যেহেতু ত্রিকোণ প্রেমের গল্প। সেক্ষেত্রে শাশ্বতকন্যার বিপরীতে আরেক অভিনেতা হিসেবে দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সৌম্য মুখোপাধ্যায়কে। যিনি বলিউডে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতেও অভিনয় করেছেন। শুভেন্দু-শাশ্বতর পর পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে অভিনয়জগতে প্রবেশ করতে চলেছেন হিয়া, স্বাভাবিকভাবেই মেয়ের নতুন ইনিংসে উচ্ছ্বসিত মা মহুয়া চট্টোপাধ্যায়।

Advertisement

হিয়া, সৌম্য, ঋত্বিককে নিয়ে ত্রিকোণ প্রেমের জমজমাট গল্প আনছেন রাহুল মুখোপাধ্যায়। 'কিশমিশ' খ্যাত পরিচালক জানালেন, এই সিনেমার জন্য প্রথম থেকেই তাঁর ভাবনায় রয়েছেন শাশ্বতকন্যা। প্রেম-পরিবার সব মিলিয়ে একটা ফ্রেশ গল্প। রোম্যান্টিক ছবির নাম 'মন মানে না'। এই নামে যদিও এর আগে দেব-কোয়েলের একটি সুপারহিট ছবি রয়েছে, তবে তাতে বিন্দুমাত্র বিচলিত নন রাহুল। অন্যদিকে মেয়ের টলিউড ডেবিউ প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে শাশ্বতপত্নী মহুয়া চট্টোপাধ্যায় জানিয়েছেন, "আমি ভীষণ খুশি। দীর্ঘদিন ধরেই হিয়ার অভিনয়ের ইচ্ছে ছিল। দামিনী বেণী বসুর কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছে। আমি মনে করি, যে কোনও কাজ শুরুর আগেই প্রশিক্ষণ খুব জরুরী। হিয়া ভীষণই সিন্সিয়ার। স্কুল-কলেজের যে কোনও বিষয়েও দেখেছি। মা হিসেবে ওঁর জন্য উচ্ছ্বসিত আমি।" মে মাসের মাঝামাঝি কলকাতা এবং শৈলশহর মিলিয়ে একাধিক লোকেশনে শুটিং হবে।

আর হিয়া কী বলছেন? লা'মার্টিনিয়ার, সেন্ট জেভিয়ার্স-এর প্রাক্তন ছাত্রীর মন্তব্য, পড়াশোনা শেষ করে অনেকদিন ধরেই অভিনয় নিয়ে চর্চা করছেন তিনি। এক্ষেত্রে পাশে পেয়েছেন মা মহুয়া এবং বাবা শাশ্বত চট্টোপাধ্যায়কে। মেয়ের সিদ্ধান্তে খুশিমনে সায় দিয়েছেন তাঁরাও। তবে হিয়া বলছেন, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে বাবা শাশ্বত চট্টোপাধ্যায় নাকি তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন, কোনও অতিরিক্ত সুবিধে করে দিতে পারবেন না। মাঠে নেমে তাঁকেই রান করতে হবে। উল্লেখ্, 'মন মানে না' ছবিটির হাত ধরেই আবার পরিচালক রাহুল মুখোপাধ্যায় প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, জয়তী চক্রবর্তী, প্রীতি সরকার-সহ অনেককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মেয়ে হিয়া চট্টোপাধ্যায়।
  • আর পয়লা ছবিতেই জুটি বাঁধতে চলেছেন 'বন্দিশ ব্যান্ডিটস' এবং 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' খ্যাত ঋত্বিক ভৌমিকের সঙ্গে।
  • হিয়া, সৌম্য, ঋত্বিককে নিয়ে ত্রিকোণ প্রেমের জমজমাট গল্প আনছেন রাহুল মুখোপাধ্যায়।
Advertisement