shono
Advertisement

Breaking News

Shantipur

জুয়া খেলায় আপত্তি, বঁটি দিয়ে স্ত্রীর মাথা কেটে থানায় স্বামী!

ওই ঘরের দেওয়াল-সহ সিলিং ফ্যানেও রক্তের দাগ পাওয়া গিয়েছে।
Published By: Suhrid DasPosted: 04:37 PM Apr 30, 2025Updated: 05:51 PM Apr 30, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: ধারালো বঁটি দিয়ে স্ত্রীর ধড় ও মাথা আলাদা করে দিয়েছিল স্বামী! তারপর সেই ব্যক্তি সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম বুদ্ধদেব সরকার। ধৃত ব্যক্তি জুয়ায় আসক্ত বলে অভিযোগ পরিবারের। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন গোলমাল লেগে থাকত বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের ৯ নম্বর ওয়ার্ডের পুটপুটিতলা এলাকায় বাড়ি ওই পরিবারের। বুদ্ধদেব সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবণী সরকারের। তাঁদের দশম শ্রেণিতে পড়া এক কন্যাও আছে। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জুয়া খেলার প্রতি আসক্ত। প্রচুর টাকা তিনি খুইয়েওছেন বলে খবর। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় নিত্যদিন বিবাদ চলত। কিন্তু এই আসক্তি থেকে অভিযুক্ত ব্যক্তি সরে আসেনি।

গতকাল সন্ধের পর থেকে ফের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। সেসময় ঘরে মেয়ে ছিল না। মেয়ে বাড়ি ফিরে এসে দেখে, ঘরের দরজা বন্ধ। এদিকে ঘরের ভিতর থেকে গান বাজছে। মেয়ের সন্দেহ হওয়ায় এক প্রতিবেশীর কাছে বিষয়টি সে গিয়ে বলে। এরপরই ওই সেই প্রতিবেশী ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন। দেখা যায়, ঘরের মেঝে রক্তে ভেসে গিয়েছে। ধড় ও মুন্ডু আলাদা অবস্থায় ওই মহিলার মৃতদেহ মেঝেয় পড়ে আছে। সেই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে অভিযুক্ত বুদ্ধদেব সরকার থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে খবর। স্ত্রীকে 'খুনে'র কথা সে স্বীকার করেছে বলেও জানা গিয়েছে।

রাতেই ওই বাড়িতে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল বন্দ্যোপাধ্যায়-সহ বিশাল পুলিশ বাহিনী যায়। ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘর থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা একটি বঁটি। সেটি দিয়েই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ওই ঘরের দেওয়াল-সহ সিলিং ফ্যানেও রক্তের দাগ পাওয়া গিয়েছে। ঘর থেকে নমুনা সংগ্রহ করা হবে বলেও খবর। রাতেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধারালো বঁটি দিয়ে স্ত্রীর ধড় ও মাথা আলাদা করে দিয়েছিল স্বামী!
  • তারপর সেই ব্যক্তি সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভা এলাকায়।
  • পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম বুদ্ধদেব সরকার।
Advertisement