shono
Advertisement

Breaking News

Pahalgam Terror Attack

পহেলগাঁও হামলা: জয়শংকর ও শাহবাজকে ফোন রাষ্ট্রসংঘের মহাসচিবের, কী কথা দুই রাষ্ট্রনেতার সঙ্গে?

পহেলগাঁও কাণ্ডের এক সপ্তাহ পেরিয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:05 PM Apr 30, 2025Updated: 08:42 AM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের এক সপ্তাহ পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে রাষ্ট্রসংঘের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিন্তু সোশাল মিডিয়ায় জয়শংকর এবং শাহবাজ দু’জনই আন্তোনিওর সঙ্গে বার্তালাপের বিষয়টি জানিয়েছেন।    

Advertisement

জয়শংকর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আমাকে ফোন করেছিলেন। তিনি দ্ব্যর্থহীনভাবে নিন্দা করেছেন পহেলগাঁও হামলার। এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই। হামলার দোষী এবং পরিকল্পনাকারীদের কঠোর শাস্তি হবে।’

অন্যদিকে, শাহবাজ পহেলগাঁও হামলার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন। পাশাপাশি, তিনি পহেলগাঁও নিয়ে ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেছেন।শাহবাজ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আন্তোনিওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি জানিয়েছি, পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতের এই  ভিত্তিহীন অভিযোগ আমরা কোনওভাবেই স্বীকার করছি না।’ 

তিনি আরও লেখেন, ‘আমি পহেলগাঁও কাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছি। পাশাপাশি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে আমি রাষ্ট্রসংঘকে আহ্বান জানিয়েছি। পাকিস্তান শান্তির পক্ষে। তবে কোনও আক্রমণের মুখে পড়লে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে তার সার্বভৌমত্ব রক্ষা করবে।’

পহেলগাঁও হামলার পর কাশ্মীরের বাতাসে এখন যুদ্ধের গন্ধ। পাকিস্তানকে কড়া জবাব দিতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। পালটা দিয়েছে পাকিস্তানও। এই আবহে পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশ্ন উঠছে, শাহবাজ কি পরোক্ষভাবে একরমক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন? এখনই সেই উত্তর দেওয়া কঠিন।

প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
  • তবে রাষ্ট্রসংঘের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
  • সমাজমাধ্যমে জয়শঙ্কর এবং শাহবাজ দু’জনই আন্তোনিওর সঙ্গে বার্তালাপের বিষয়টি জানিয়েছেন।
Advertisement