shono
Advertisement

Breaking News

Chandra Barot

প্রয়াত 'ডন'-এর পরিচালক চন্দ্র বরোত, বলিউডে শোকের ছায়া

তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
Published By: Arani BhattacharyaPosted: 02:01 PM Jul 20, 2025Updated: 02:23 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের কালজয়ী ছবি 'ডন'-এর পরিচালক চন্দ্র বরোত। রবিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এদিন সর্বভারতীয় সংবাদমাধ্যমে কিংবদন্তি চিত্রপরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিচালকের পরিবার।

Advertisement

এদিন তাঁর প্রয়াণের পর পরিচালকের স্ত্রী সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, "বিগত ৭ বছর ধরে 'পালমোনারি ফাইব্রোসিস' রোগে আক্রান্ত ছিলেন তিনি। বিগত বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার না ফেরার দেশে পাড়ি দেন পরিচালক।

বলিউডের কালজয়ী ছবি 'ডন', ১৯৭৮ সালে যা তাঁর হাত ধরেই বলিউডে এক মাইলফলক তৈরি করে। আজও সেই ছবির গান ও সংলাপ আপামর সিনেপ্রেমীর মুখে মুখে ফেরে। সেই স্রষ্টার প্রয়াণে রীতিমতো মন খারাপ বলিউডে। পরবর্তীতে তাঁর এই ছবির রিমেক বানানোর ইচ্ছা সামলাতে পারেননি পরবর্তী প্রজন্মের পরিচালকরা। আর তাই বারবার এই ছবি নতুন মোড়কে ফিরে এসেছে দর্শকের দরবারে। প্রথমে অমিতাভ বচ্চন অভিনীত চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তন 'ডন' হিসাবে, আর এখন ফারহা খানের পরিচালনায় আসছে 'ডন ৩'। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। 'ডন' ছবিটি নির্মাণ করার আগে 'ইয়াদ্গার', 'শোর',-এর মতো ছবি পরিচালনা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াত বলিউডের কালজয়ী ছবি 'ডন'-এর পরিচালক চন্দ্র বরোত।
  • রবিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
  • এদিন সর্বভারতীয় সংবাদমাধ্যমে কিংবদন্তি চিত্রপরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিচালকের পরিবার।
Advertisement