shono
Advertisement

'ডন ৩' করতে রাজি হননি রণবীর, রেগেমেগেই 'ধুরন্ধর'কে আনফলো করলেন ফারহান?

শুক্রবার হঠাৎই নেটপাড়া আবিষ্কার করে যে রণবীরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ফারহান।
Published By: Arani BhattacharyaPosted: 10:12 PM Jan 30, 2026Updated: 10:12 PM Jan 30, 2026

'ধুরন্ধর' সাফল্যের পর ফারহানের মেগাবাজেট 'ডন ৩' ছবি থেকে সরেছিলেন রণবীর সিং। তা নিয়ে কম চর্চা হয়নি। যখন এই নিয়ে জল্পনা তুঙ্গে সেইসময় শোনা গিয়েছিল যে, এই ধারণা একেবারেই ভুল যে রণবীর এই ছবি থেকে সরেননি। তাঁকে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে খুব স্পষ্টভাবে মুখ খোলেনি কেউই। এবার ফের আলোচনায় 'ডন ৩'। কারণ একটাই, সব জল্পনা যখন বেশ স্তিমিত তখন সোশাল মিডিয়ায় রণবীরকে আনফলো করলেন ফারহান। আর তা নিয়েই সরগরম নেটপাড়া। ঠিক কী ঘটেছে?

Advertisement

শুক্রবার হঠাৎই নেটপাড়া আবিষ্কার করে যে রণবীরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ফারহান। যদিও 'ডিরেকটর সাহাব'কে যে এখনও রণবীর ফলো করছেন সেটাও নজরে পড়েছে সকলের। গুঞ্জন 'ডন ৩' থেকে রণবীর সরে দাঁড়ানোর পরই নাকি ফারহান আর রণবীরের মধ্যে দূরত্ব বেড়েছিল। এবার সেই দূরত্ব বাড়ার প্রমাণ মিলল হাতেনাতে। যদিও অতীতের এই ঘটনার জন্যই ফারহান পর্দার 'খিলজি'কে সোশাল মিডিয়ায় অনুসরণ করা বন্ধ করলেন কিনা তা আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে সকলেই মনে করছেন 'ডন ৩' করতে রণবীর রাজি না হওয়াতেই রেগেমেগে তাঁকে আনফলো করেছেন ফারহান।

রণবীর সিং, ছবি: সোশাল মিডিয়া

বলে রাখা ভালো, ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল! কখনও রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন দর্শক-অনুরাগীরা, তো কখনও বা আবার কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে পরিচালক ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। বছরশেষে সেই ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ান রণবীর। আর তাতেই শুরু হয় নতুন জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement