সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেক বাউন্সের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জামিন পেলেন রাজকুমার সন্তোষী। পরিচালকের আইনজীবী বীনেশ প্যাটেল এই খবর নিশ্চিত করেছেন। তবে শর্ত সাপেক্ষেই এই জামিন পেয়েছেন রাজকুমার সন্তোষী। কোটি টাকা চেক বাউন্সের ঘটনায় তাঁকে ২ বছরের জেল হেফাজতের সাজা দিয়েছিল গুজরাটের আদালত। তবে আপাতত পরিচালকের জামিন মঞ্জুর করা হয়েছে এবং নিজের সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার জন্য ৩০ দিনের সময়ও তিনি পেয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, জামনগরের আদালতে রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে মামলা করেছিলেন অশোক লাল নামের এক ব্যবসায়ী। সিনেমা তৈরির জন্য এক কোটি টাকা দিয়েছিলেন তিনি। অভিযোগ, ১০টি ১০ লক্ষ টাকার চেকে সেই টাকা ফেরত দিয়েছিলেন পরিচালক। কিন্তু, ব্যবসায়ী যখন সেই চেক ব্যাঙ্কে জমা দেন, তা বাউন্স হয়ে যায়।
[আরও পড়ুন: শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণীর ডকু-সিরিজে আপত্তি, নিষেধাজ্ঞা চেয়ে আদালতে CBI ]
অশোক লালের আইনজীবী পীযুষ ভোজানি জানান, এই ঘটনার পর তাঁর মক্কেল একাধিকবার রাজকুমার সন্তোষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। সেই কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হন। এই মামলার শুনানির পরই বিচারপতি রাজকুমার সন্তোষীকে দুই বছরের জেল হেফাজতের সাজা শোনান। এর পাশাপাশি ব্যবসায়ীকে দুকোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।
এই রায়ের বিরুদ্ধেই সওয়াল করেছিলেন রাজকুমার সন্তোষীর আইনজীবী বীনেশ প্যাটেল। আদালত পরিচালকের জামিন মঞ্জুর করে চূড়ান্ত রায় ঘোষণার জন্য ৩০ দিন সময় দিয়েছে বলেই খবর। পাশাপাশি পরিচালকের আইনজীবীর দাবি, চেক বাউন্সের অভিযোগ একেবারেই সত্যি নয়। তিনি মনে করছেন, রাজকুমারের দেওয়া চেক বদল করে অভিযোগকারীকে দেওয়া হয়েছিল।