shono
Advertisement

নিন্দা-বিতর্কের মধ্যেও ‘আদিপুরুষ’-এর বিপুল লক্ষ্মীলাভ, প্রথম দিনে ছবির আয় কত জানেন?

পাঁচশো কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তি পেয়েছে শুক্রবার।
Posted: 09:14 PM Jun 17, 2023Updated: 09:16 PM Jun 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আদিপুরুষ ছবিতে রাম, রামায়ণ-এর অপমান”- অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হিন্দু সেনা। হনুমানের মুখে সস্তার সংলাপ লেখার জন্যও হয়েছে বিতর্ক। এত সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও মুক্তির দিনে বিপুল ব্যবসা করেছে প্রভাস-কৃতী অভিনীত ছবি।

Advertisement

সুখবরটি দিয়েছেন ‘আদিপুরুষ’-এর জানকী অর্থাৎ কৃতী স্যানন (Kriti Sanon)। দেশ-বিদেশ মিলিয়ে প্রথম দিনেই ১৪০ কোটি টাকা আয় করেছে পাঁচশো কোটি টাকা বাজেটের ছবি। তাতে বেজায় খুশি কৃতী। উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন ‘জয় শ্রীরাম’।

[আরও পড়ুন: ‘এরকম ছবি বিদেশে দেখাবেন না…’, ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ ‘রামায়ণ’ পরিচালকের ছেলে]

শুক্রবারই মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। বিগ ফ্রাইডে রিলিজ-এ ট্রেন্ডিং। দেশজুড়ে উচ্ছ্বাস। প্রেক্ষাগৃহের বাইরে অনুরাগীদের উন্মাদনা একেবারে দেখার মতো। কোথাও দেদার আতসবাজি পোড়ানো হচ্ছে, কোথাও বা আবার ঢোল-তাসা নিয়ে নাচ চলছে। যেন উৎসব।

এত উন্মাদনার মধ্যেও বিতর্কের কাঁটা রয়েছে। একের পর এক বিতর্কের মুখে পড়ছে প্রভাস, সইফ ও কৃতী স্যাননের ছবি। নতুন কায়দায় রামায়ণের গল্প বলতে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। শিব সেনার পক্ষ থেকে এমন ছবি তৈরির জন্য গোটা দেশের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। জনস্বার্থ মামলা দায়ের করেছেন হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা। এমনকীয় ‘রামায়ণ’ সিরিয়ালের পরিচালক রামানন্দ সাগরের ছেলেও ছবি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য এত কিছুর পরও ছবির লক্ষ্মীলাভ ভালই হচ্ছে।

[আরও পড়ুন: ‘গদর’ ছবির পোশাকেই ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির সানি দেওল! নাচলেন ধর্মেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement