সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং করতে গিয়ে গোয়ার গ্রামকে জঞ্জালে ভরেছে করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশন! এই অভিযোগে আপাতত সরব নেটদুনিয়া। পরিচালককে টুইটে ইতিমধ্যেই খোঁচা দিয়েছেন ‘কুইন’ কঙ্গনা। এবার আরও বিপাকে করণ। এলাকা অপরিষ্কার করায় তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। তবে তা না চাইলে হতে পারে জরিমানাও।
সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ব্যানারে পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটিং চলছিল গোয়ার নেরুল গ্রামে। ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুটিং চলাকালীন NCB সমন পাঠায় বলিউডের পদ্মাবতীকে। বাধ্য হয়ে মাঝপথেই মুম্বই ফিরে আসেন তিনি। ওই শুটিংয়েই ব্যবহৃত পিপিই কিট, প্লাস্টিক-সহ বিভিন্ন বর্জ্য ওই গ্রামে ফেলে রেখে চলে যায় ধর্মা প্রোডাকশন। স্থানীয়রা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ক্রমেই তা ভাইরাল হয়ে যায়। এই ছবিটি নজর এড়ায়নি গোয়া সরকারেরও। এরপর ধর্মা প্রোডাকশনকে (Dharma Production) এ বিষয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। যদি তারা ক্ষমা না চায় তবে জরিমানা হবে বলেও জানানো হয়েছে।
[আরও পড়ুন: ‘এই বয়সেও দারুণভাবে লড়ছেন, সকলে ঈশ্বরকে ডাকুন’, বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাক্তার]
এদিকে, এই ঘটনা নিয়ে ক্ষিপ্ত কঙ্গনা রানাউতও (Kangana Ranawat)। শুটিং করতে গিয়ে কেন জঞ্জালে ভরে দেওয়া হল গ্রাম, টুইটে করণের দিকে সেই প্রশ্নই ছুঁড়ে দেন অভিনেত্রী।