সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস! এ শব্দের সঙ্গে বাঙালির পরিচিতি বহুদিনের। বিশেষ করে যাঁরা নিখাদ হাস্যরস পছন্দ করেন। তাঁদের কাছে বড় প্রিয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর চরিত্র ‘টেনিদা’ (Teni Da)। পটলডাঙার চারমূর্তির কাহিনি বরাবর পাঠকের মনে হাসি আর মজার রসদ জুগিয়েছে। এবার দর্শকদের পালা। হ্যাঁ, গরমের ছুটিতেই বড়পর্দায় ফিরছে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ (Teni Da And Company)। প্রকাশ্যে ফার্স্টলুক পোস্টার।
১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল ‘চারমূর্তি’। সেই সিনেমায় আইকনিক এই চরিত্রে অভিনয় করেছিলেন চিন্ময় রায়। ছিলেন সন্তোষ দত্ত, রবি ঘোষ, শম্ভু ভট্টাচার্য, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতা। পরবর্তী কালে আবার চিন্ময় রায় নিজের পরিচালনায় ‘টেনিদা’ তৈরি করেন। সেখানে জনপ্রিয় এই চরিত্রে দেখা যায় শুভাশিস মুখোপাধ্যায়কে। এবার ‘টেনিদা’ হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)।
[আরও পড়ুন: ‘আবার বিবাহ অভিযান’-এর ফাঁদে অঙ্কুশ-অনির্বাণ-রুদ্রনীল, এবার তুলকালাম থাইল্যান্ডে]
সায়ন্তন ঘোষালের পরিচালনায় তৈরি ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। পোস্টার দেখে মনে হচ্ছে, হাসির পাশাপাশি রহস্যের উপদানও থাকবে পরিচালকের সাজানো গল্পে। কাঞ্চনের পাশাপাশি ক্যাবলার ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। প্যালারাম হয়েছেন সৌমেন্দ্র ভট্টাচার্য। আর হাবুল হিসেবে দেখা যাবে সৌরভ সাহাকে।
সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে ১৯ মে। অর্থাৎ গরমের ছুটিতে এবার চুটিয়ে হাসতে হবে দর্শকদের। ছবির জন্য কাহিনির পুনর্নির্মাণ করেছেন সৌগত বসু। তিনিই চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। প্রিয়া ও প্রান্তিকের কথায় গানের সুর সাজিয়েছেন মিমো। আবহ সায়ন গঙ্গোপাধ্যায়ের। আর চিত্রগ্রাহক রম্যদীপ সাহা।