সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদের গন্ধ যেখানে, কাকাবাবুও সেখানে। সঙ্গে এক এবং অদ্বিতীয় সন্তু। রহস্যের টানেই এবার আফ্রিকায় পৌঁছে গিয়েছে দুই জনে। মাসাই মারার জঙ্গলে নতুন রহস্যের সমাধান করতে। ডিসেম্বরের শীতেই প্রেক্ষাগৃহে ঘটবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)। তার আগে রবিবার প্রকাশ্যে এল ছবির টিজার।
[আরও পড়ুন: বিশ্ব সিনেমার ইতিহাসে বিরল, জুটি বেঁধে ৩১ বছরে ১৪টি ছবি উপহার দিয়েছিলেন সত্যজিৎ-সৌমিত্র]
ভিডিওর প্রথমেই রয়েছে কাকাবাবুর আগের দুই ছবি ‘মিশর রহস্য’ (Mishawr Rawhoshyo) এবং ‘ইয়েতি অভিযান’-এর (Yeti Obhijaan) স্মৃতি। তারপরই উঠে এসেছে বিস্তীর্ণ আফ্রিকার জঙ্গল। সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। করোনা (CoronaVirus) পরিস্থিতির জেরে লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই আফ্রিকায় ছবির শুটিং করতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), অনির্বাণ চক্রবর্তীরা। লকডাউন শুরু হতেই গোটা টিমকে ফিরে আসতে হয়। ফিরে আসার পর পরিচালক সৃজিত জানান, সৌভাগ্যক্রমে শুটিং তাঁরা সম্পন্ন করতে পেরেছিলেন।
২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ইয়েতি অভিযান’। তার প্রায় তিন বছর পর কাকাবাবুর সাজে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তাঁর কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। কাকাবাবুর টানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন আট থেকে আশি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনা (COVID-19) কালে সিনেমা হলগুলি খুললেও তাতে রয়েছে অনেক বিধিনিষেধ। পরিবর্তিত পরিস্থিতিতে হলে দর্শকসংখ্যাও কম। এমন পরিস্থিতিতেই চলতি বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। দর্শকদের কী আগের মতো হলমুখো করতে পারবে প্রসেনজিৎ-সৃজিত জুটি। প্রশ্নের উত্তরে পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে ছবি নিয়ে আশাবাদী সিনেপ্রেমীরা।