shono
Advertisement

‘আমার সম্মান আমিই বাঁচাব!’অস্কার মঞ্চে উইল স্মিথের চড় নিয়ে মুখ খুললেন স্ত্রী জাডা

অস্কার অনুষ্ঠানে সঞ্চালক ক্রিসকে চড় মেরে বিতর্কে জড়িয়েছেন উইল স্মিথ।
Posted: 06:29 PM Apr 07, 2022Updated: 06:29 PM Apr 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কার (Oscar 2022) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরেই উইল স্মিথকে নিয়ে তোলপাড় হলিউড।  স্ত্রী জাডা পিঙ্কেটের সম্মান বাঁচাতে গিয়েই যে এমনটা করেছিলেন উইল স্মিথ (Will Smith)। তা তিনি স্পষ্ট করেছেন বহুবার। জাডার অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হওয়ায় জাডার মাথা থেকে চুল পড়ে যায়।  সঞ্চালক ক্রিস তা নিয়েই রসিকতা করেন। যা মেনে নিতে পারেননি স্মিথ,  তাঁর প্রমাণ সঞ্চালকের গালে সপাটে চড়ই।  স্মিথের কি এরকমভাবে প্রতিবাদ করা উচিত ছিল?

Advertisement

সম্প্রতি এই নিয়ে ঘনিষ্ঠমহলে মুখ খুলেছেন স্মিথের স্ত্রী জাডা। জাডার উইল স্মিথের প্রতিবাদকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু চড় মারার ঘটনাকে মেনে নিতে পারেননি। জাডা তাঁর বন্ধু-বান্ধবীদের কাছে বলেছেন, তিনি স্বাধীনচেতা, সাবলম্বী মানুষ। তাই নিজের লড়াই, নিজেই লড়তে পারেন। অন্তত এই বিষয়ে সবসময় স্মিথকে প্রয়োজন নয় তাঁর। কারণ, জাডার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আত্মসম্মান।

নিজের এই আচরণের জন্য অনুতপ্ত অস্কারজয়ী হলিউড তারকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। তারপরই অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ থেকে ইস্তফা দেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানান, উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। শোনা যাচ্ছে, এরপর অভিনেতাকে কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

[আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? মুখ খুললেন হবু বরের ‘প্রাক্তন’ দীপিকা ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DJ Akademiks (@akademiks)

এবার রটনা, অস্কারের চড় কাণ্ডের জেরেই উইল স্মিথ অভিনীত ‘ফাস্ট অ্যান্ড লুজ’ (Fast and Loose) ছবির কাজ স্থগিত রাখা হয়েছে। যদিও অস্কারের আগেই এই ছবির পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন ডেভিড লিচ। রায়ান গসলিংয়ের ‘ফল গাই’ ছবি তৈরির করার জন্যই স্মিথের ছবির কাজ ছেড়েছিলেন তিনি।

[আরও পড়ুন: এখনই মা হতে চান না আলিয়া! কেন একথা বললেন বেঙ্গালুরুর জ্যোতিষী? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement