সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশের রাজনীতিবিদরা অশিক্ষিত। এমনই নাকি মন্তব্য করেছিলেন কাজল (Kajol)। তাতেই বিপাকে পড়েন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপের বন্যা বয়ে যায়। পরিস্থিতির চাপে শেষে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হলেন। টুইট করে দিলেন নিজের বক্তব্যের সাফাই।
জানা গিয়েছে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কাজল বলেন, “ভারতের মতো দেশে পরিবর্তনের গতি অত্যন্ত কম। আমরা রীতিনীতি আর চিন্তাভাবনা ধরনের মধ্যে ফেঁসে রয়েছি। এর সরাসরি প্রভাব শিক্ষায় পড়ে। আমাদের রাজনৈতিক নেতাদের কোনও শিক্ষাগত যোগ্যতা নেই।” সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই ভিডিও। অভিযোগ করা হয়, দেশের রাজনীতিবিদদের প্রকারান্তরে অশিক্ষিত বলেছেন অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে?’, ভোটের আবহে খোঁচা ঋত্বিকের ‘বাচাল পুতল’-এর]
কীভাবে রাজনীতিবিদদের সম্পর্কে এমন অপমানকর মন্তব্য কাজল করতে পারেন? এই প্রশ্ন তোলা হয়। অভিনেত্রী চূড়ান্ত কটাক্ষও করা হয় সোশ্যাল মিডিয়ায়। শেষে টুইটারে কাজল লেখেন, “আমি শুধুমাত্র শিক্ষার এবং তার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। কোনও রাজনৈতিক নেতার সম্মানহানি আমার অভিপ্রায় ছিল না, আমাদের বহু মহান নেতা রয়েছেন যাঁরা দেশকে সঠিক পথে চালিত করছেন।”
এদিকে কিছুদিন আগেই ‘লাস্ট স্টোরিজ ২’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন কাজল। আগামী সপ্তাহে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘দ্য ট্রায়াল’। সেখানে আবার আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।