shono
Advertisement

প্রকাশ্যেই স্ত্রীর প্যান্ট নামিয়ে নিতম্বে হাত! শালীনতার সীমা ছাড়ালেন তারকা, ভাইরাল ভিডিও

কিম কার্দাশিয়ানের প্রাক্তন স্বামী ইনি।
Posted: 07:37 PM Mar 19, 2024Updated: 07:43 PM Mar 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন মার্কিন পপ তারকা কেনি ওয়েস্টের (Kanye West) নিত্যসঙ্গী। নানা কারণে খবরের শিরোনামে উঠে আসে তাঁর নাম। এবার প্রকাশ্যেই স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির প্যান্ট নামিয়ে তাঁর নিতম্বে হাত দিতে দেখা গেল ৪৬ বছরের তারকাকে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও।

Advertisement

একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন কেনি। পরে কিম কার্দাশিয়ানকে বিয়ে করে খবরের শিরোনামে আসেন। কিমের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যে বিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খেতে থাকেন ৪৬ বছরের শিল্পী। নিজের নামও বদলে ফেলেছেন তিনি। এখন নিজের পরিচয় ‘ইয়ে’ নামে দেন। তবে অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট। ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায়। ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলেছেন কেনি।

[আরও পড়ুন: জাহ্নবীর প্রেমে পাগল অশ্বিন! সুযোগ পেয়েই অভিনেত্রীকে কী পাঠালেন ক্রিকেটার?]

এর আগে নৌকায় নিতম্ব প্রদর্শনের জন্য নিন্দার মুখে পড়েছিলেন কেনি ওয়েস্ট। গত বছর আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। স্তন যুগল ঢেকেছিলেন বালিশ দিয়ে। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন ২৯ বছরের মডেল। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল।

এবার কেনির নতুন কাণ্ড। জানা যাচ্ছে, একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন কেনি ও বিয়াঙ্কা। নিয়ন গ্রিন টাইটস পরেছিলেন বিয়াঙ্কা। স্তনযুগল ঢেকেছিলেন টাইনি টিউব টপ দিয়ে। লিফটে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন ২৯ বছরের মডেল। তাঁর পিছনেই ছিলেন কেনি। সেই সময়ই হাত দিয়ে বিয়াঙ্কার প্যান্ট নামিয়ে নিতম্বে হাত দেন। ক্যামেরায় ধরা পড়ে যায় তাঁর এই কীর্তি।

[আরও পড়ুন: চাবুক শরীরে লালসার উসকানি, আগুনে রূপ ‘বিগ বস’ খ্যাত এই সুন্দরীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার