সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজতবাস হতে না হতেই বুকে ব্যথার সমস্যা। হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিনেতা তথা স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে ওরফে কমল আর খানকে (Kaamal R Khan)। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বোরিভালি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
শোনা গিয়েছে, ২০২০ সালে কমলের একটি বিতর্কিত টুইটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন শিবসেনা সমর্থক রাহুল কানাল। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয় কমল আর খানকে। অভিযোগ অনুযায়ী, বিনা কারণে বলিউডকে অসম্মান করেন কমল। ব্যক্তিগত আক্রোশ মেটাতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন কমল। যা কিনা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানকে নিয়ে টুইট করায় বিপাকে পড়েন কমল আর খান।
[আরও পড়ুন: জন্মদিনে মদ্যপানের ভিডিও ভাইরাল করা হয়েছে, ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা]
মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে স্বঘোষিত চলচ্চিত্র সমালোচককে গ্রেপ্তার করা হয়। তারপর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই মতো হাজতে নিয়ে যাওয়া হয় তাঁকে। শোনা গিয়েছে, হাজতেই বুকে ব্যথা কথা জানান কেআরকে। সঙ্গে সঙ্গে মুম্বইয়ের কান্দিভালি এলাকার শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে বিতর্কিত চলচ্চিত্র সমালোচককে ভরতি করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
নিজের নামের পাশে অভিনেতা লিখলেও, সিনেপর্দায় কমল আর খানকে খুব একটা দেখা যায় না। অংশ নিয়েছিলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বসে’ও। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফিল্ম সমালোচক হিসেবেই পরিচয় দেন তিনি। মূলত, কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় নানা টুইট করে বিতর্ক তুলতেই বেশি পছন্দ করেন তিনি। কখনও গোটা বলিউড, কখনও নির্দিষ্ট কোনও তারকাকে নোংরা ভাষায় আক্রমণ করেন কমল। সেই কারণেই বার বার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।