সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দার সোনালি দিনের নায়িকা তিনি। বিপরীতে রাজেশ খান্না থাকুন বা শশী কাপুর তাঁর লাবণ্যে, টানা টানা চোখের চাহনিতে মুগ্ধ হয়ে থেকেছে দর্শক। সেই মুমতাজ নাকি পরলোকে! সাত সকালে ইতিউতি এরকম খবর দেখে অনেকেরই মন খারাপ। তবে সময় গড়াতেই মেঘ কাটল। পুরো বিষয়টি খোলসা করলেন অভিনেত্রীর মেয়ে।
[ ভরা বসন্তেই পুজোর গন্ধ শহরে, অকালবোধন সৃজিতের ‘উমা’র ]
বেশ কিছুদিন হল দেশের বাইরেই থাকেন বর্ষীয়ান এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রির সমসাময়িক বিভিন্ন ইভেন্টে তাঁকে দেখা যায় না। খানিকটা লোকচক্ষুর অগোচরেই বলা যায়। এই অবস্থায় মৃত্যুর খবর সামনে আসা মাত্র সকলেই হকচকিয়ে গিয়েছেন। অনেকেই ধরে নেন সকলের চোখের আড়ালে হয়তো প্রয়াত হয়েছেন প্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া জমানায় খবর ছড়াতেও বেশি সময় লাগে না। দর্শকরা যখন একটু বিমর্ষ, কেউ কেউ আবার সন্দিহান, তখনই এ খবর গিয়ে পৌঁছয় অভিনেত্রীর মেয়ের কাছেও। এরপরই মায়ের ফ্যানদের আশ্বস্ত করতে আসরে নামেন তিনি। মুমতাজের কন্যার নাম মাধওয়ানি। ইনস্টাগ্রামে তিনি মায়ের একটি ছবি পোস্ট করেন। লেখেন, তাঁর মায়ের সম্পর্কে কিছু খবর ছড়িয়েছে। তবে তা পুরোপুরি রটনা। মা তাঁর সঙ্গেই আছেন। তাঁরা শপিং করতে যাবেন বলেও স্থির করে রেখেছেন। বাগানের জন্য কিছু গাছ কিনবেন বলে মনস্থ করেছেন। এই মুহূর্তে রোমে আছেন মুমতাজ। খবর ছড়িয়েছিল লন্ডনে থাকাকালীন নাকি তাঁর দেহান্ত হয়েছে।
বলিউডের বিশিষ্টদের নিয়ে মৃত্যু-গুঞ্জন নতুন কিছু নয়। দিলীপ কুমার, বিনোদ খান্নার নামেও এ ধরনের গুজব ছড়িয়েছিল। বর্ষীয়ান শিল্পীদের অনেকেই এখন চোখের আড়ালে। শরীরগতিকও অনেকেরই ভাল নেই। সেই পরিস্থিতিতে এ ধরনের গুজব যে মারাত্মক তা বলার অপেক্ষা রাখে না। যদিও তা রোখারও কোনও উপায়। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরের সত্যতা যাচাই না করেই তা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। মুমতাজের মেয়ে অবশ্য এ সবে কান দিতে মানা করছেন। মায়ের ছবি পোস্ট করেই তিনি জানিয়েছেন, তাঁর মা কতটা সুস্থ আছেন।
The post মুমতাজের মৃত্যুর খবরে চাঞ্চল্য, কী বলছেন অভিনেত্রীর মেয়ে? appeared first on Sangbad Pratidin.
