সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না জানিয়ে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhater Hotel) সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর গান। এতেই আঘাত পেয়েছেন সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী (Jayati Chakraborty)। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সিরিজে গান না থাকা সত্ত্বেও তাঁর নাম ক্রেডিটে দেওয়া হয়েছে। সেকথা উল্লেখ করেও হতাশা প্রকাশ করেছেন জয়তী। আর এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন সিরিজের সুরকার অমিত চট্টোপাধ্যায়। ফেসবুকে এই বিষয় নিয়ে দিলেন লম্বা পোস্ট।
কী লিখলেন অমিত?
”আজ জয়তী দি পোস্ট না দিলে জানতেও পারতাম না কত মানুষ বাংলা গান শোনেন এবং এখানকার শিল্পী দের নিয়ে ভাবেন, তারপর ও কোনো কোনো শিল্পী হেনস্থা হন, সোশ্যাল মিডিয়াতে ট্রলড হন, রেডিও তে বাংলা গান চলেনা কারন রেডিও কর্মকর্তা দের মত “কেউ শোনেনা”। কোনো গানের চ্যানেল ও নেই ডেডিকেটেড। তবুও নতুন শিল্পীরা গান শোনেনা বলে মাথা চাপড়ান। আমি একা চিনি বলে যে গানটি নিয়ে এত বিতর্ক সেই গানটি একটি অরিজিনাল কম্পোজিশন সেটাই অনেকে বুঝতে পারেনি ভেবেছে অতুপ্রসাদ বা রবীন্দ্রসঙ্গীত ঠিক করে ক্রেডিট লিস্ট ও ফলো করেনা। একটা ছোট্ট হিসেব দিয়ে দেখিয়ে দিচ্ছি কটা লোক বাংলা গান শোনেন বোঝা যাবে, সারা পৃথিবীতে প্রায় ২৬ কোটি বাঙালি বর্তমান তাও বাংলা গানের ভিউ ১ মিলিয়ন পৌঁছলেও অনেক বা হিট ধরা হয়.. এই বিতর্কের ফলে গান টা সবাই শুনলে প্রচেষ্টা সফল হয়। জয়তী দি একজন অসম্ভব ভালো এবং গুণী শিল্পী তার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম ওনার উদ্দেশ্যে এই লেখা নয়, আমার লেখার মূল লক্ষ্য কিন্তু কমেন্ট বক্স এ কমেন্ট করা বাঙালি দের উদ্দেশ্যে। আপনাদের সকলের উৎসাহ আমি দেখেছি এই বিতর্কের আদ্যোপান্ত না জেনে কমেন্ট করতে এবং অবাক হয়েছি কতটা ভাবেন আপনারা বাংলার কাজের জন্যে গানের জন্যও.. কজন সিরিজ টা দেখেছেন এবং গান share করেছেন জানতে মন চায়, প্রত্যেক এর প্রোফাইল আমি ভিসিট করেছি কোথাও ইন্দুবালা ভাতের হোটেল এ অডিও প্লাটফর্ম এ বেরোনো জয়তী দির গানের কোনরকম পোস্ট আমি দেখিনি.. আনন্দ হলো কারন আমি আমার অলমোস্ট সব সিরিজ এই জয়তীদির গলা ব্যবহার করেছি পরবর্তী সময়ও করবো আপনারা কতজন শুনবেন ?”
[আরও পড়ুন: ‘এত্তগুলা খাইছেন?’, কবজি ডুবিয়ে পান্তা-ইলিশ খাচ্ছেন জয়া, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা ]
সংবাদ মাধ্যমে সুরকার অমিত জানিয়েছেন, ”জয়তীদির আগে ইক্সিতা মুখোপাধ্যায়ও গানটি গেয়েছিল। তবে ঠিক কেন এই গান ব্যবহার হয়নি তা দেবালয়দা (পরিচালক দেবালয় ভট্টাচার্য) বলতে পারবেন।” অন্যদিকে, সংবাদমাধ্যমে পরিচালক দেবালয় জানিয়েছেন, যে দৃশ্য়ে গানটি ব্যবহার করা হচ্ছিল সেটা সম্পাদনার সময় মনে হয় ঠিক যাচ্ছে না। তবে এখনও তো সিরিজেও আরও এপিসোড মুক্তি পাওয়া বাকি। আগে থেকেই নিশ্চিত করা যায় না, যে সিরিজ থেকে গান বাদ।