সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক অতনু ঘোষের বাবা-ছেলের সম্পর্কে মন মজল জাতীয় পুরস্কারের বিচারকদের। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগর কীর্তন’ই মনে ধরল। তাই ৬৫তম জাতীয় চলচ্চিত্র উৎসবে বাংলার জয়ের ধারা অব্যাহত। দেশের সেরা হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে দিলেন কৌশিক-পুত্র ঋদ্ধি সেন। প্রসেনজিৎ-সৌমিত্রর ‘ময়ূরাক্ষী’র আবেগের স্রোতে ভেসে গেলেন সিনে বোদ্ধারা।
বাংলার এই জয়ে উচ্ছ্বসিত পরিচালক অরিন্দম শীল। গর্বিত দেব, পরমব্রত, আবির চট্টোপাধ্যায়রাও।
[জাতীয় মঞ্চে ‘ময়ূরাক্ষী’র ঢেউ, সেরা অভিনেতা ঋদ্ধি]
জাতীয় মঞ্চে টালিগঞ্জ আজ অগ্রগামী। বিজয়ীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি সৃজিত মুখোপাধ্যায়। ঋদ্ধির সাফল্যে গর্বিত ওনির। প্রতিভাবান অভিনেতার এখনও অনেক পথ চলা বাকি রয়েছে বলেই মনে করেন পরিচালক। ‘ময়ূরাক্ষী’-র সাফল্যে খুশি পরিচালক প্রতিম ডি গুপ্তাও।
[শিউলি ফুলের গন্ধ থমকে দেয়? তাহলে ‘অক্টোবর’-এর স্নিগ্ধতা মন কাড়বে]
একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা, অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো পারফরমার। এই দু’জনের মাঝে থেকেও ‘ময়ূরাক্ষী’তে সেরাটা দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। খুশি জাহির করতে ভোলেননি সুদীপ্তা। শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল মল্লিকও।
[পরিচালক পরমব্রতর হাত ধরে ফের টলিউডে সৌমিত্র-তনুজা]
The post ‘ময়ূরাক্ষী’, ঋদ্ধির সাফল্যে আবেগে ভাসল টলিউড appeared first on Sangbad Pratidin.