shono
Advertisement
Television News

মাত্র তিন মাসেই সফর শেষ! 'জগদ্ধাত্রী', 'ফুলকি'র পর বন্ধ হচ্ছে টেলিপর্দার আরও এক জনপ্রিয় শো

আগামী ২ জানুয়ারি এই টিভি শোয়ের শেষ পর্ব সম্প্রচারিত হবে।
Published By: Arani BhattacharyaPosted: 07:35 PM Dec 20, 2025Updated: 07:35 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর্দায় বন্ধ হয়েছে সম্প্রতি দু'টি ধারাবাহিক। একটি হল জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী' ও আরেকটি 'ফুলকি'। পছন্দের দুই ধারাবাহিকের জার্নি পর্দায় শেষ হওয়ায় বেশ মনখারাপ দর্শকের। এর মাঝেই আর এক টিভি শোয়ের পথচলা শেষের খবর এল প্রকাশ্যে। শোনা যাচ্ছে, জি বাংলা সোনার চ্যানেলের জনপ্রিয় শো 'এসআইটি বেঙ্গল' শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি।

Advertisement

সাংসারিক কূটকচালি, দাম্পত্যকলহর বাইরে বেরিয়ে এই 'এসআইটি বেঙ্গল' যেন দর্শককে একটু অন্য স্বাদের গল্প উপহার দিতে পেরেছিল। আর তাই এই টিভি শোয়ের পথচলা শেষ হওয়ার খবরে রীতিমতো মনখারাপ হয়েছে দর্শকের। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ দিনের শুটিং। এবার থেকে আর এই টিভি শোয়ের হাত ধরে পর্দায় দেখা যাবে না ঋষি কৌশিক-রুকমা রায়কে। শেষ দিনের শুটিংয়ের ছবি পোস্ট করেছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যাচ্ছে রীতিমতো আবেগে ভেসেছেন ঋষি-রুকমা থেকে ফাল্গুনী চট্টোপাধ্যায়, বাসবদত্তা, জ্যামি বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

 

বাঙালির থ্রিলার থেকে অ্যাডভেঞ্চার বড় প্রিয় বিষয়। বইয়ের পাতাতেই হোক বা বড়পর্দা থেকে ছোটপর্দা দর্শক এর স্বাদ আস্বাদন করতে ভোলেননি একেবারেই। ১০০ পর্বের শো ছিল এটি। তবে খুব তাড়াতাড়ি এই শোয়ের দ্বিতীয় সিজনও শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে তা ঠিক কবে দেখা যাবে এখন অবধি চ্যানেলের তরফে এখনও জানা যায়নি। জানা যাচ্ছে, আগামী ২ জানুয়ারি এই টিভি শোয়ের শেষ পর্ব সম্প্রচারিত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, জি বাংলা সোনার চ্যানেলের জনপ্রিয় শো 'এসআইটি বেঙ্গল' শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি।
  • সাংসারিক কূটকচালি, দাম্পত্যকলহর বাইরে বেরিয়ে এই 'এসআইটি বেঙ্গল' যেন দর্শককে একটু অন্য স্বাদের গল্প উপহার দিতে পেরেছিল।
  • আর তাই এই টিভি শোয়ের পথচলা শেষ হওয়ার খবরে রীতিমতো মনখারাপ হয়েছে দর্শকের।
Advertisement