সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের বাড়িতে বিয়ের সানাই। ইন্দ্রজালের বাড়িতে মায়াজাল! বিয়ের পিড়িতে জাদুকরকন্যা মৌবনী সরকার। রবিবাসরীয় রাতে জমজমাট বিয়ের আসরে হাজির টলি সেলেবদের অনেকেই। একাধিক ডিজিটাল সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে হাই প্রোফাইল বিয়ের ছবি ও ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে, কনের সাজে মৌবনী। বেগুনী রঙের বেনারসি, সোনার নেকলেস, বড় মোটা হার, সোনার চিক, টানা নথ, টিকলি, হাতে শাঁখা-পলা বাঁধানো, চুড়ি, বালা, মান্তাসা, মাথায় সোনা ও শোলার মুকুট ও ভেল পরে মিষ্টি দেখাচ্ছিল জাদুকর কন্যাকে। চলছে আশীর্বাদ পর্ব। মিষ্টিমুখ করান পরিবারের বয়োজ্যেষ্ঠরা। আরও একটি ভিডিওতে আনন্দআসরে জামাই সৌম্যর রায়ের সঙ্গে খোসমেজাজে আড্ডা মারতে দেখা গিয়েছে জাদুসম্রাটকে।
কনের একপাশে দিদি মানেকা, অন্যপাশে দেবশ্রী রায়। ছবি: সংগৃহীত।
সৌম্যর পরনে ছিল প্রিন্টেট পাঞ্জাবি, গলায় হার, লাল ধুতি, মাথায় মুকুট। জানা গিয়েছে, হবু জামাইকে জাদুসম্রাট হীরের বোতাম দিয়ে আশীর্বাদ করেন। পি সি সরকারকে লাল রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং গলায় সাদা উত্তরীয়তে দেখা গিয়েছে। বিয়ের একাধিক ছবিও সামনে এসেছে। একটি ছবিতে দেখা গিয়েছে কনে মৌবনী মাঝে দাঁড়িয়ে, একপাশে দিদি জাদুকর মানেকা সরকার। অন্যপাশে টলি অভিনেত্রী দেবশ্রী রায়। এছাড়াও মৌবনীর শুভদৃষ্টির ছবিও প্রকাশ্যে। সব মিলিয়ে পিসি সরকারের জুনিয়রের কন্যার বিয়েতে চাঁদের হাট!
শুভদৃষ্টি। ছবি: সংগৃহীত।
রবিবার সকালে বাড়িতে ছিল গায়ে হলুদের তোরজোড়। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন মৌবনী। একগাল হাসিতে ঝলমল করছিল মুখ। সোশাল মিডিয়ায় চোখ রাখতেই এই ছবি ধরা পড়ে এদিন। শুধু তাই নয়, মৌবনী হাত ভরে পরেন মেহেন্দি। শনিবারই মেহেন্দি পর্ব সারেন তিনি। মেহেন্দি দিয়েই হাতে লেখেন হবু স্বামীর নামের আদ্যাক্ষর। বলে রাখা ভালো, চন্দননগর নিবাসী পাত্র সৌম্য রায়ের সঙ্গে এদিন সাতপাকে বাঁধা পড়ছেন মৌবনী। পাত্র পেশায় রিসার্চ অ্যানালিস্ট।
