সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড থেকে কোণঠাসা হওয়ার পর কি দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির প্রিয় পাত্রী হয়ে উঠলেন হলিউড ফেরত প্রিয়াঙ্কা চোপড়া? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ার অন্দরে। কারণ কানাঘুষো, 'কল্কি ২' থেকে দীপিকা পাড়ুকোন ছাঁটাই হওয়ার পর নাকি সেই 'মেগাবাজেট চরিত্রে' অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে প্রিয়াঙ্কার কাছে।
মাসখানেক ধরেই দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগে তোলপাড় বিনোদুনিয়া। মেগাবাজেট ‘স্পিরিট’-এর পর চব্বিশের ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও বাদ অভিনেত্রী! কারও দাবি, ৮ ঘণ্টার শিফট নিয়ে সমস্যা, আবার কারও দাবি গগনচুম্বী পারিশ্রমিক হাঁকানোর জন্যেই বলিউডের ‘পদ্মাবতী’কে সিক্যুয়েল থেকে সরানো হয়েছে। যাবতীয় কারণে নাকি দক্ষিণের সিনেজগতে 'চক্ষুশূল' হয়ে উঠেছেন নায়িকা। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, চিত্রনাট্যে দীপিকার চরিত্র ছেঁটে ক্যামিওর পর্যায়ে আনা হয়েছিল, সেই প্রেক্ষিতেই ‘কল্কি’র সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান দীপিকা পাড়ুকোন। তবে এহেন নানা তত্ত্বের মাঝেই এবার শোনা যাচ্ছে, 'কল্কি ২'তে দীপিকার পরিবর্তে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। যা শুনে একাংশের রসিকতা, বাস্তবেই 'মস্তানি'র সঙ্গে প্রতিশোধ নিলেন 'বাজিরাওয়ের কাশীবাঈ'?
প্রিয়াঙ্কা বর্তমানে রাজামৌলির 'বারাণসী' সিনেমার কাজে ব্যস্ত। সিনেমার সিংহভাগ শুটিং সেরে সদ্য মার্কিন মুলুকে গিয়েছেন। এর মাঝেই খবর, দীপিকা অভিনীত চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে দেশি গার্ল-এর কাছে। যদিও এখনই সেই সিনেমায় সই করছেন না তিনি। কারণ প্রিয়াঙ্কার হাতে এইমুহূর্তে একগুচ্ছ সিনেমা রয়েছে। তাছাড়া 'বারাণসী' দর্শকদের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সবদিক দেখে তবেই 'কল্কি ২'তে সই করবেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, এমনিতেই বছরখানেক আগে হলিউড প্রজেক্ট নিয়ে দীপিকা-প্রিয়াঙ্কার ঠান্ডা রেষারেষির খবর পাওয়া গিয়েছিল। এবার এহেন গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে যে অতীতের পুনরাবৃত্তি হবে না, সেটাই বা কে বলতে পারে? আপাতত নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
