shono
Advertisement

শিশু দিবসে রামুর উদ্ভট টুইটে লজ্জা পাচ্ছেন বড়রাও

শিশুদের সম্পর্কে কটূক্তি করলেন পরিচালক। The post শিশু দিবসে রামুর উদ্ভট টুইটে লজ্জা পাচ্ছেন বড়রাও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 AM Nov 15, 2016Updated: 09:29 PM Nov 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন গোটা দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে শিশু দিবস, সেখানে এই বিশেষ দিনটিকেই শিশুদের আক্রমণ করার জন্য বেছে নিলেন বলিউড পরিচালক রাম গোপাল ভার্মা। শিশু দিবস উপলক্ষে এদিন পরিচালক বেশ কয়েকটি টুইট করেন। যাতে শিশুদের তিনি ‘কামিনা’, ‘হিংস্র’, ‘নৃশংস’ বলে উল্লেখ করেন।

Advertisement

এতেই থেমে নেই রামুর আজব কীর্তিকলাপ। ক্রমাগত টুইটের মাধ্যমে তিনি শিশুদের বিষয়ে একাধিক মন্তব্য করেন যা প্রমাণ করে, শিশুরা ছোট হওয়ার ফায়দা তোলে। নিজেদের শিশুসুলভ আচরণের সুযোগ নেয়। রামু বলেন, “শিশুরা আসলে হিংস্র। তাঁরা পতঙ্গদের নৃশংসভাবে হত্যা করে।” শুধু তাই নয়, রামু বলেন, “শিশুরা যদি সরলমতিই হয় তবে হিটলার, ওসামা বিন লাদেন এবং কাসভরাও শিশু হিসাবে সোজা-সরল ছিল”

রামুর এই বক্তব্যকে কেন্দ্র স্বভাবতই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তাঁর এই বক্তব্যের নিন্দা করেছে বলিউডের একাংশ।

The post শিশু দিবসে রামুর উদ্ভট টুইটে লজ্জা পাচ্ছেন বড়রাও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement