shono
Advertisement

ফের দাউদ-ছোটা রাজনের কাহিনি নিয়ে ফিরছেন রামগোপাল ভার্মা

এবার রয়েছে যৌনতা, বিশ্বাসঘাতকতা আর মুম্বই মাফিয়ার কাহিনি৷ কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য৷ The post ফের দাউদ-ছোটা রাজনের কাহিনি নিয়ে ফিরছেন রামগোপাল ভার্মা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:13 PM May 27, 2017Updated: 12:43 PM May 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন বাদে বড়পর্দায় নিয়ে এসেছিলেন ‘সরকার থ্রি’৷ মুখ্যচরিত্রে তাঁর প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন৷ কিন্তু শাহেনশার নামের ওজনও বক্সঅফিসের তরী পার করাতে পারেনি প্রযোজক-পরিচালক রামগোপাল ভার্মাকে৷ দর্শকদের হলের ভিতরে টানতে পারেনি তাঁর সরকার৷ না পেরেছেন মনোজ বাজপেয়ী, অমিত সধ, ইয়ামি গৌতমের মতো নামেরা৷ তাতে অবশ্য হাল ছাড়তে নারাজ রামু৷ এবার ডিজিটাল মিডিয়ামে নিজের ভাগ্যের পরীক্ষায় নামছেন তিনি৷

Advertisement

[বলিউডে পা রাখতে চলেছেন ভুবনেশ্বর কুমারের ‘বান্ধবী’]

এবারে রামুর হাতিয়ার নয়া ওয়েব সিরিজ৷ যাতে তিনি ফের একবার তুলে ধরতে চলেছেন দাউদ ইব্রাহিমের মুম্বইয়ে না থেকেও সেখানে রাজত্ব করার কাহিনি৷ তার বিপক্ষে ছোটা রাজনের বিদ্রোহের কাহিনি৷ যার পরতে পরতে রয়েছে বিশ্বাসঘাতকতা, রক্তক্ষয় আর যৌনতা৷ প্রকাশিত হল তাঁর নয়া ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড থাইজ’-এর ট্রেলার৷

সিনেমার পর্দায় অনেক সীমাবদ্ধতা রয়েছে৷ একে তো নির্দিষ্ট সময়, তার উপরে সেন্সর বোর্ডের রক্তচক্ষু৷ কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে এখনও তেমন কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না৷ ইন্টারনেটের মাধ্যমে অনেক সহজেই অনেক কঠিন কাহিনি বাস্তবসম্মতভাবেই দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়৷ আর দর্শকরাও নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় বেছে নিতে পারেন তা দেখার জন্য৷ কারণ সেখানে আর সকলের পাশে বসে দেখার বাধ্যবাধকতা থাকে না৷ এই কারণেই নিজের পছন্দের বিষয় অর্থাৎ মুম্বইয়ের অন্ধকার জগৎকে ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরেছেন রামু৷

 

 

 

[বিরিয়ানির উপর হামলে পড়ছে শয়ে শয়ে অভুক্ত পাকিস্তানি, ভাইরাল ভিডিও]

The post ফের দাউদ-ছোটা রাজনের কাহিনি নিয়ে ফিরছেন রামগোপাল ভার্মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement