সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ আগস্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে বাংলা প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু (Student Death)। এই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় গোটা রাজ্য। এবার কড়া প্রতিক্রিয়া দিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়কে বদমায়েশির আখড়া বানিয়ে রাখা হয়েছে।
‘আডিশন’-এর সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী বলেন, “আমি যাদবপুরে পড়িনি আমি র্যাগিংয়ের শিকার হিসেবে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। উপদ্রব! একেবারেই উপদ্রব। তারা তাদের আড্ডাবাজির জায়গা, মস্তির জায়গা একটা বিশ্ববিদ্যালয়কে পেয়েছে। যে বিশ্ববিদ্যালয়ের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে সরকারের। কেন?”
[আরও পড়ুন: ‘জওয়ান’ এফেক্ট! শাহরুখের পর এবার নেড়া মাথায় সলমন খান, কাকে বেশি মানাচ্ছে?]
এরপরই তিনি আবার বলেন, “তোমরা বড়লোকের ছেলেমেয়েরা কীভাবে আছ, যা করছ না করছ, তোমরা তো সব বিদেশে চলে যাবে। যারা গ্রামগঞ্জ থেকে কোনওরকমে টাকাপয়সা জোগাড় করে পড়তে আসে! পুরোটা সাবসিডাইজড একটা বিশ্ববিদ্যালয়। তার পিছনে এত্ত পরিমাণ সরকার খরচ করছে। তোমরা ওখানে বসে মদ, আর গাঁজা, আর যতরাজ্যের বদমায়েশির আখাড়া বানিয়ে রেখেছো! অনেক বাবা-মায়ের অনেক স্বপ্ন এই যাদবপুর নষ্ট করেছে।”
প্রসঙ্গত, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ছাত্র ও প্রাক্তনী-সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে। নেপথ্যে উঠে আসছে হস্টেলের র্যাগিং (Ragging) তত্ত্ব। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই রাজভবনে ডেকে যাদবপুরের সমস্ত বিভাগীয় প্রধানদের (Departmental head) সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারপর শনিবার গণিত বিভাগের প্রধান অধ্যাপক বুদ্ধদেব সাহুকে তিনি অন্তর্বর্তী উপাচার্য (Interim VC) পদে নিয়োগ করেন। নির্দেশ পেয়ে দায়িত্ব বুঝে নিতে রবিবারই ক্যাম্পাসে পৌঁছে যান বুদ্ধদেব সাহু। জানান, সংকটকালে দায় নেওয়াটাও কর্তব্য এবং তিনি সবদিক দেখেশুনে শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করবেন।