সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলার পর পাক শিল্পীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। পাকিস্তানে মুক্তি পায়নি অজয় দেবগনের সিনেমা ‘টোটাল ধামাল’৷ ভয়ানক এই নাশকতার প্রতিবাদে সেদেশে সিনেমাটি কোনও প্রিন্ট না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজকরা৷ এক প্রকার পাকিস্তানকে ‘ব্যান’ করার পক্ষে সওয়াল করেছে বলিউড৷ এবার এই তালিকায় যুক্ত হল বলিউড সুপারস্টার সলমন খানের নামও৷ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বড় সিদ্ধান্ত নিলেন ‘ভাইজান’৷
[ব়্যাপ করেন খাঁটি বাংলায়, কলকাতার ‘গাল্লি বয়’কে চেনেন? ]
তাঁর প্রযোজিত সিনেমা ‘নোটবুক’-কে পাকিস্তানে রিলিজ না করানোর সিদ্ধান্ত নিলেন সলমন খান৷ বলিউড প্রযোজক মুরাদ খেতানি জানিয়েছেন, পাক মদতেই পুলওয়ামায় ভয়ানক নাশকতা চালিয়েছে জঙ্গিরা৷ তাই পাকিস্তানে কোনও সিনেমা রিলিজ না করানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ কেবল সলমনের ‘নোটবুক’ই নয়, ওদেশে মুক্তি পাচ্ছে না শাহিদ কাপুর অভিনিত ‘কবির সিং’ সিনেমাটিও৷ আগামী ২৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘নোটবুক’৷ এবং ২১ জুন মুক্তি পাচ্ছে ‘কবির সিং’৷
[বাবার পথে হেঁটে তবে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ?]
পুলওয়ামায় জঙ্গি হানার পর শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে বলিউড৷ অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খানের মতো প্রথম সারির তারকা থেকে শুরু করে কৃতি স্যানন, ভূমি পেডনেকরের মতো সদ্য সিনেমাজগতে আসা তারকারা শহিদদের পরিবারকে সাহায্য করতে এগিয়ে এসেছে। পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারকে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষয় কুমার। অমিতাভ বচ্চনও প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রযোজক রনি স্ক্রুওয়ালা শহিদদের পরিবারকে ১ কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন। দলজিৎ দোসাঞ্জ ৩ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কৃতি স্যানন, ভূমি পেডনেকর, সলমান খান এবং তাপসী পান্নুও শহিদদের পরিবারকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন।
The post পুলওয়ামায় নাশকতার জের, পাক বয়কটের সিদ্ধান্ত সলমনের appeared first on Sangbad Pratidin.