shono
Advertisement

‘ওয়াহিদা নয়, অমিতাভের জন্য লেখা হত চিত্রনাট্য’, বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে তোপ শর্মিলার

শর্মিলার দাবি, ওটিটির সময়ে এসে প্রবণতা বদলাচ্ছে।
Posted: 02:16 PM Feb 19, 2023Updated: 02:16 PM Feb 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড কিছুটা ‘সেকেলে’ মানসিকতার। তাই এখানে বিশেষ চিত্রনাট্য লেখা হত অমিতাভ বচ্চনের কথা মাথায় রেখে। অর্থাৎ শক্তিশালী চরিত্র দেওয়া হত পুরুষদেরই। এমনই অভিযোগ করলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। সেই সঙ্গে দাবি করলেন, ওটিটির সময়ে এসে এই প্রবণতা বদলাতে শুরু করেছে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে। তাঁর মতে, হলিউডের সঙ্গে তুলনা করে দেখলে সেখানে মেরিল স্ট্রিপ, জুডি ডেঞ্চ বা ম্যাগি স্মিথের মতো অভিনেত্রীদের জন্য শক্তিশালী চরিত্র দেওয়া হত। অথচ বলিউড সেই অর্থে ‘সেকেলে’। তাঁর কথায়, ”আমরা এখনও সামান্য সেকেলেই রয়ে গিয়েছি। বিশেষ করে মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গিতে। কেননা শক্তিশালী চরিত্র পুরুষদেরই দেওয়া হত। যেমন অমিতাভ বচ্চন, অনুপম খেরদের জন্য বিশেষ চিত্রনাট্য লেখা হত। কিন্তু ওয়াহিদা রহমান বা অন্য বর্ষীয়ান অভিনেত্রীদের জন্য লেখা হত না। হলিউড যেভাবে বর্ষীয়ান মহিলাদের জন্য চরিত্র সৃষ্টি করে বলিউডে সেসব হয় না।”

[আরও পড়ুন: অমিতাভ বচ্চনের বাড়ির সামনে তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ১]

আর এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন নীনা গুপ্তার মতো অভিনেত্রীর কথা, যাঁরা চিত্রনাট্যের আনুকূল্য পাননি। কিন্তু সেই সঙ্গে তাঁর আশা, ”ওটিটিতে অনেক ভাল ভাল পারফর্মাররা রয়েছেন। সময় লাগবে। কিন্তু পরিবর্তন হবে।” উল্লেখ্য, শিগগিরি মুক্তি পেতে চলেছে শর্মিলার নতুন ছবি ‘গুলমোহর’। সেখানে শিল্পীর সঙ্গে দেখা যাবে মনোজ বাজপেয়ী, অমল পালেকরের মতো শক্তিশালী অভিনেতাদের।

[আরও পড়ুন: ‘গেরুয়া তো স্বামীজির রং’ কলকাতার কনসার্টে বিতর্ক নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement