shono
Advertisement
Sonu Nigam

বিতর্কের জের, এবার কন্নড় সিনেমা থেকে বাদ পড়ল সোনু নিগমের গান

কী বলছেন নির্মাতারা?
Published By: Tiyasha SarkarPosted: 11:39 AM May 08, 2025Updated: 11:39 AM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় বিতর্কে আরও চাপে সোনু নিগম। এবার কন্নড় সিনেমা থেকে বাদ পড়ল গায়কের গান। কারণ হিসেবে নির্মাতারা সাফ জানিয়েছেন, "সোনু নিগম যে মন্তব্য করেছেন তা সহ্য করব না।" চলতি মাসেই মুক্তি পাবে 'কুলাদাল্লি কেলইয়াভুদো' নামে ওই ছবিটি।

Advertisement

সম্প্রতি বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়েছিলেন সোনু নিগম। কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করা হয় তাঁকে। বলা ভালো, একপ্রকার দুর্ব্যবহারের সঙ্গে ‘জোড়াজুড়ি’ই করা হয় গায়ককে। রেয়াত করেননি সোনুও। পালটা দিতে গিয়ে সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। সমালোচনার ঝড় বয়ে যায় তাঁকে নিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সংশ্লিষ্ট ইস্যুতে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’নামে কন্নড়ের এক সমাজসেবী সংস্থা। গায়কের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ৩৫২ ধারায় ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পরই শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট ভাষার সিনে ইন্ডাস্ট্রিতেও নাকি তাঁকে নিষিদ্ধ করা হতে পারে। 

সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন সোনু নিগম।

এরপর সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন সোনু। আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি তিনি বলেন, "আমি কন্নড়দের ভালোবাসি। তাঁরা সত্যিই খুব সুন্দর এবং মিষ্টি। তাঁদের আমার হৃদয়ের খুব কাছে।" ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। দুদিনের মাথায় এবার মুক্তির আগেই 'কুলাদাল্লি কেলইয়াভুদো' ছবি থেকে বাদ পড়ল সোনু নিগমের গান। এবিষয়ে নির্মাতারা বলেন, "আমরা জানি সোনু ভীষণ ভালো এক শিল্পী। ভালো গান করেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু উনি কন্নড় ইস্যুতে যা বলেছেন, এই অপমান আমরা কোনওভাবেই সহ্য করব না। সেই কারণেই সিনেমা থেকে সোনু নিগমের গানটি বাদ দেওয়া হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কন্নড় বিতর্কে আরও চাপে সোনু নিগম। এবার কন্নড় সিনেমা থেকে বাদ পড়ল গায়কের গান।
  • কারণ হিসেবে নির্মাতারা সাফ জানিয়েছেন, "সোনু নিগম যে মন্তব্য করেছেন তা সহ্য করব না।"
  • চলতি মাসেই মুক্তি পাবে 'কুলাদাল্লি কেলইয়াভুদো' নামে ওই ছবিটি।
Advertisement