সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা-কালোর আবহে “পুরানো সেই দিনের কথা” যেন আরও মধুর হয়ে ওঠে। এমনই একটি স্মৃতি জড়ানো ছবি বাদলা দিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বহুদিনআগে মধুবালা (Madhubala) হিসেবে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন শ্রীলেখা। পুরনো সেই ছবি রবিবাসরীয় মেজাজে পোস্ট করেছেন অভিনেত্রী।
মাত্র ৩৬ বছরের জীবনে সিনেমার দর্শকদের মুগ্ধ করেছিলেন মধুবালা। শুধু সৌন্দর্য নয়, তাঁর অভিনয়ের শৈলিও বারবার মন জুড়িয়েছে অনুরাগীদের। সেই ছোঁয়া শ্রীলেখার এই ছবিতেও রয়েছে। ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন ২০১১ সালে ছবিটি তোলা হয়েছিল। আর তা তুলেছিলেন ফটোগ্রাফার পবিত্র দাস (Pabitro Das)।
[আরও পড়ুন: নুসরত পর্ব ভুলে ‘লুঙ্গি ডান্সে’ মজলেন নিখিল, উসকে দিলেন নতুন প্রেমের জল্পনা]
১৯৫৮ সালে মুক্তি পেয়েছিল সত্যেন বসু পরিচালিত ‘চলতি কা নাম গাড়ি’ (Chalti Ka Naam Gaadi)। ছবিতে কিশোর কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন মধুবালা। আজও জনপ্রিয় সেই সিনেমার ‘এক লড়কি ভিগি ভাগি সি’ গানটি। এস. ডি. বর্মনের সুরে গানটি গেয়েছিলেন খোদ কিশোর কুমার। গানের দৃশ্যে এমনই সিক্ত শাড়িতে দেখা গিয়েছিল মধুবালাকে। দু’জনের সেই রসায়ন আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। শ্রীলেখার এই ছবিটিও তার ব্যতিক্রম নয়।
কিছুদিন আগেই পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে শুটিং করার ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। তা শেষ হলেই ফের পরিচালনার কাজে হাত দেবেন অভিনেত্রী। পরিচালক শ্রীলেখার দ্বিতীয় ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে কাজের ব্যস্ততার মাঝেই চিত্রনাট্য লেখার কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তথা পরিচালক। নতুন এই ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলি অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chattopadhyay) এবং শ্রীলেখার ছোট পিসি তপতী দাস। তপতীদেবীর অভিনয়ের কোনও অভিজ্ঞতা নেই। গ্রুমিং সেশন করেই তাঁকে ক্যামেরার সামনে নিয়ে আসছেন পরিচালক শ্রীলেখা। বাস্তব অবলম্বনেই নিজের নতুন ছবির সাজাচ্ছেন চিত্রনাট্য।