সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দামে কম মানে কাকলী ফার্ণিচার।” গত দু’দিনে এ বাক্যটি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছেন। ফেসবুক, টুইটার থেকে ইনস্টাগ্রাম, ইউটিউব – এই ঘোর করোনা (Corona Virus) কালেও সর্বত্র ‘কাকলী ফার্ণিচার’-এর দাপট। নাম বিড়ম্বনা থেকে রেহাই পাননি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও (Kakoli Ghosh Dastidar)। তৈরি হয়েছে মিম। ‘কাকলী ফার্ণিচার’-এর তাণ্ডব রুখতে এবার ময়দানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) উইন্ডোজ প্রযোজনা সংস্থা। সংস্থার দাবি ‘কাকলী ফার্ণিচার’-এর অনেক আগে থেকেই ছিল ‘বিশ্বাস ফার্ণিচার’। যেখানে “বিশ্বাসে মিলায় ফার্ণিচার, স্বপ্নে সুমধুর।”
Advertisement