সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দয়া করে আমাকে জুতো দিয়ে মারবেন না! হ্য়াঁ, সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনটাই বললেন উরফি।
তা হঠাৎ হল কী উরফি জাভেদের?
গপ্পোটা হল, জুতো দিয়ে নতুন পোশাক বানিয়েছেন উরফি। আর তা পরেই তুললেন ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, সেই পোশাকে স্পষ্ট হয়েছে উরফির নিতম্ব! এমন এক পোশাকের ছবি ও ভিডিও পোস্ট করার পর সোশ্য়াল মিডিয়ার সেনসেশন উরফি লিখলেন, আমাকে জুতো দিয়ে মারবেন না প্লিজ!
[আরও পড়ুন: ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! ‘খুব খুশি গৌরী’, ফাঁস করলেন শাহরুখ]
যতই বিতর্ক উঠুক কেন, উরফি জাভেদ কিন্তু মুখে কুলুপ আঁটবেনই না। এতদিন নয়, আজব ফ্য়াশনেই নজর কাড়ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ উরফি যা বলছেন, যা করছেন, তা নিয়ে শোরগোল লেগেই রয়েছে। এই যেমন সম্প্রতি উরফি তাঁর অনুরাগীদের সঙ্গম নিয়ে নানা টিপস দিলেন। যা শুনে নেটিজেনরা একেবারে হতবাক!
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।