সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বর্ষসেরায় বর্ষশুরু’- এই ছিল স্লোগান। সেই স্লোগান মাথায রেখেই অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, ২০১৮। রবিবার প্রিয়া সিনেমা হলে আয়োজিত এই অনুষ্ঠান যেন ছিল একেবারে চাঁদের হাট। অতিথিদের তালিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব থেকে শুরু করে টলিউডের একঝাঁক তারকারা।
[পদ্মাবত-এর মুক্তি রুখতে এবার ‘জহর’ পালনের হুমকি রাজপুত রমণীদের]
গত বছরের একদম শেষ দিকে মুক্তি পেয়েছিল অতনু ঘোষ পরিচালিত ‘ময়ূরাক্ষী’। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিল তা। পেযেছিল সমালোচকদের প্রশংসাওর। বৃদ্ধ বাবা এবং বিদেশে চাকরিরত ছেলেকে নিয়েই এগিয়ে চলে গল্প। আর এদিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়জয়কার সেই ‘ময়ূরাক্ষী’রই। সেরা ছবির পুরস্কার পাওয়ার পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন ছবির দুই প্রদান অভিনেতা। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, ময়ূরাক্ষীকে সমানভাবে টক্কর দিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া এহসান। এছাড়াও সেরা চিত্রনাট্য, সংগীত পরিচালক এবং সেরা পরিচালকের পুরস্কার গিয়েছে বিসর্জন-এর ঝুলিতে। সেরা চিত্রনাট্য এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য। অন্যদিকে, পরপর দু’বছর সেরা জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেলেন দেব। ‘চ্যাম্প’-এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
এক নজরে দেখে নিন এবারের সেরাদের তালিকা:
সেরা অভিনেতা: সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)
সেরা অভিনেত্রী: জয়া এহসান (বিসর্জন)
সেরা ছবি: ময়ূরাক্ষী (পরিচালক-অতনু ঘোষ)
সেরা পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা সংগীত পরিচালক: প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য
সেরা কমিক অভিনেতা: লামা হালদার
সেরা জনপ্রিয় অভিনেতা: দেব (চ্যাম্প)
সেরা উদীয়মান পরিচালক: মানসমুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা সিনেমাটোগ্রাফার: শৌমিক হালদার (আমাজন অভিযান)
[‘আমার স্তন আছে, তো…’, কড়া বার্তায় বিদ্রুপের জবাব অভিনেত্রীর]
এদিকে, অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের হাতে। সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সন্দীপ রায় মিলে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
[দীপিকার উন্মুক্ত পেটে আপত্তি, শেষমেশ কী করলেন সঞ্জয় লীলা বনশালি?]
The post WBFJA: সেরার স্বীকৃতিতে বাজিমাত বিসর্জন-ময়ূরাক্ষীর appeared first on Sangbad Pratidin.