shono
Advertisement

শুধু যৌনতার জন্যই দরকার মহিলাদের, মন্তব্য অভিনেতার

কোন অভিনেতার এই মন্তব্য জানেন? The post শুধু যৌনতার জন্যই দরকার মহিলাদের, মন্তব্য অভিনেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM May 23, 2017Updated: 02:12 PM May 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের প্রতি অত্যাচার-নির্যাতন বাড়ার পিছনে সিনেমার প্রভাব অনেকখানি। এই বলেই ক’দিন আগে সরব হয়েছিলেন কয়েকজন মহিলা পুলিশ অফিসার। দক্ষিণের সিনেমায় মহিলাদের যেভাবে তুলে ধরা হয়, তা যে অত্যন্ত সম্মানহানিকর এমনটাই মত ছিল তাঁদের। আর তাই পরিচালক-অভিনেতাদের থেকে খানিকটা সংবেদনশীলতা আশা করেছিলেন তাঁরা। কিন্তু কোথায় কী! সিনেমা তো কোন ছাড়, খোদ অভিনেতাই বলে দিলেন, মহিলারা শুধু যৌনতার জন্য আদর্শ, আর কোনও কিছুর জন্য নয়।

Advertisement

OMG! রিয়ালিটি শোয়ে নগ্ন হলেন এই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ]

এ মন্তব্য তেলুগু অভিনেতা চলপতি রাওয়ের। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি। যে সিনেমার প্রচারে তিনি এসেছিলেন, সেখানের একটি সংলাপ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সংলাপে বলা হয়েছিল, মেয়েরা মনের শান্তি নষ্ট করে। এ বিষয়ে অভিনেতার কী মত? তাই-ই জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। তাঁর সাফ কথা, মহিলারা শুধু যৌনতার জন্যই আদর্শ।

এ মন্তব্যের পরই তীব্র বিতর্ক ছড়ায়। দক্ষিণী সিনেমায় মহিলাদের শারীরিক প্রদর্শন ও তাঁদের যেভাবে পর্দায় তুলে ধরা হয়, তা রুচিহীন বলেই মনে করেন অনেকে। এ নিয়ে সমালোচনাও হয়েছে আগে। সম্প্রতি বেশ কয়েকজন মহিলা পুলিশ অফিসারও এ নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু তারপরও পরিস্থিতির কোনও বদল নেই। বরং চরিত্রের বাইরে দাঁড়িয়ে অভিনেতা হিসেবেই বিতর্কিত কথা বলে দিলেন এই অভিনেতা।

যদিও ছবির প্রযোজক নাগার্জুন তড়িঘড়ি নেমেছেন ড্যামেজ কন্ট্রোলে। এ ছবির নায়ক তাঁর ছেলে নাগা চৈতন্য। তিনি টুইট করে জানান, মহিলাদের তিনি আজীবন সম্মান করে এসেছেন। অভিনেতার মন্তব্যের সঙ্গে তিনি যে একমত নন, সে কথা জানিয়ে দিয়েছেন প্রযোজক।

The post শুধু যৌনতার জন্যই দরকার মহিলাদের, মন্তব্য অভিনেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার