shono
Advertisement
Deep Prakashan

সপ্তর্ষি সোমের 'অপারেশন জয়বাংলা', বইমেলার আগেই রানাঘাট কাণ্ডের রুদ্ধশ্বাস থ্রিলার প্রকাশ দীপ প্রকাশনের

Operation Joybangla: ২০ ডিসেম্বর, শনিবার দীপ প্রকাশনের কলেজস্ট্রিট কফি হাউসের বিপণিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় বইটির।
Published By: Buddhadeb HalderPosted: 05:22 PM Dec 22, 2025Updated: 06:21 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে বেজে গিয়েছে বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব কলকাতা বইমেলার আগমনী সুর। আর এরই মধ্যে জেলায় জেলায় চলছে বইমেলা। ফলে, ব্যস্ততা বেড়েছে বইপাড়ায়। বড় বড় প্রকাশনা দপ্তরগুলি কলকাতা বইমেলাকে সামনে রেখে আগেভাগেই প্রকাশ করতে শুরু করেছেন তাঁদের সেরা কাজগুলি। প্রতিবারের মতো এবারেও দীপ প্রকাশনের প্রস্তুতি তুঙ্গে। সম্প্রতি তাঁরা প্রকাশ করলেন বিশিষ্ট সাংবাদিক সপ্তর্ষি সোমের সত্য ঘটনা অবলম্বনে লেখা রুদ্ধশ্বাস থ্রিলার 'অপারেশন জয়বাংলা'।

Advertisement

২০ ডিসেম্বর, শনিবার দীপ প্রকাশনের কলেজস্ট্রিট কফি হাউসের বিপণিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় বইটির। নগরপাল শ্রী মনোজ ভার্মার উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন হয়। উপস্থিত ছিলেন দীপ প্রকাশনের সিইও সুকন্যা মন্ডল, কর্ণধার কল্পনা মন্ডল, লেখক সপ্তর্ষি সোম, বিশ্ব মজুমদার, গৌরব অধিকারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শুদ্ধশীল ঘোষ।

বইটির বিষয়বস্তু ২০১৫ তে ঘটে যাওয়া এক হাড়হিম ঘটনাকে কেন্দ্র করে লেখা। সেদিন চমকে উঠেছিল গোটা রাজ্য। অবাক করার মতো ঘটনা! শুধু ডাকাতি নয়, ডাকাতির সঙ্গে নৃশংস আরো একটা ঘটনা ঘটে সেদিন। বৃদ্ধ এক সন্ন্যাসিনীকে ধর্ষণ করে এক দুস্কৃতী। ভয়ংকর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। রাজ্য ছাড়িয়ে দেশ। দেশ ছাড়িয়ে বিদেশের সংবাদ মাধ্যমেও জায়গা করে নেয় পশ্চিমবঙ্গের এই ঘটনা। অভিযোগ ওঠে এ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে। কঠিন সেই পরিস্থিতিতে অসামান্য এক তদন্ত করে এ রাজ্যের সিআইডি। প্রতিবেশী দেশে অপারেশন চালাতে হয় এ রাজ্যের গোয়েন্দাদের। রূদ্ধশ্বাস সেই অভিযানই 'অপারেশন জয়বাংলা'। বইমেলার আগেই দীপ প্রকাশন প্রকাশিত সাংবাদিক সপ্তর্ষি সোমের এই বইটি ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশিষ্ট সাংবাদিক সপ্তর্ষি সোমের সত্য ঘটনা অবলম্বনে লেখা রুদ্ধশ্বাস থ্রিলার 'অপারেশন জয়বাংলা'।
  • নগরপাল শ্রী মনোজ ভার্মার উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন হয়।
  • বইটির বিষয়বস্তু ২০১৫ তে ঘটে যাওয়া এক হাড়হিম ঘটনাকে কেন্দ্র করে লেখা।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার