অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেড়শতম জন্মবার্ষিকী। এই বিশেষ মুহূর্তকে উদযাপন করতে মেতেছে যোধপুর পার্ক বয়েজ স্কুল। এবারের প্রদর্শনীর থিম— শরৎ-স্মৃতি।
স্কুল চত্বরে এখন সাজ সাজ রব। ছোট ছোট হাতে তৈরি নানা মডেলে জীবন্ত হয়ে উঠেছেন কথাশিল্পী। ফুটে উঠেছে তাঁর জীবন ও সাহিত্য। লালু থেকে সব্যসাচী, বিন্দুর ছেলে থেকে ইন্দ্রনাথ— কালজয়ী সব চরিত্রদের ভিড় মডেলে মডেলে। ছাত্রদের নিপুণ শিল্পকলায় ধরা পড়েছে শরৎচন্দ্রের জীবন দর্শন।
এই বিশাল যজ্ঞে সামিল স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। ছাত্রদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন অর্থনীতির শিক্ষক, ইংরেজি শিক্ষক ও শিক্ষিকা এবং ভূগোলের শিক্ষিকা। নেপথ্যে প্রধান চালিকাশক্তি স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার।
স্কুল কর্তৃপক্ষের কথায়, বর্তমান প্রজন্মের কাছে শরৎচন্দ্রের সাহিত্যকে পৌঁছে দেওয়াই আসল লক্ষ্য। বইয়ের পাতার বাইরে এসে রক্ত-মাংসের চরিত্ররা কথা বলছে মডেলের মাধ্যমে। শরৎচন্দ্রের দেশপ্রেম ও সমাজচেতনাকে পড়ুয়াদের মনে গেঁথে দিতেই এই আয়োজন। ছাত্রদের উৎসাহ এখন তুঙ্গে। নতুন করে শরৎচন্দ্রকে চেনার স্বাদ পাচ্ছে যোধপুর পার্কের এই ঐতিহ্যবাহী স্কুল।
