shono
Advertisement

Breaking News

JODHPUR PARK BOYS SCHOOL

স্কুলের আঙিনায় শরৎ-স্মরণ, যোধপুর পার্ক বয়েজ স্কুলের অভিনব উদ্যোগ

লালু থেকে সব্যসাচী, বিন্দুর ছেলে থেকে ইন্দ্রনাথ— কালজয়ী সব চরিত্রদের ভিড় মডেলে মডেলে। ছাত্রদের নিপুণ শিল্পকলায় ধরা পড়েছে শরৎচন্দ্রের জীবন দর্শন।
Published By: Buddhadeb HalderPosted: 07:22 PM Jan 21, 2026Updated: 07:22 PM Jan 21, 2026

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেড়শতম জন্মবার্ষিকী। এই বিশেষ মুহূর্তকে উদযাপন করতে মেতেছে যোধপুর পার্ক বয়েজ স্কুল। এবারের প্রদর্শনীর থিম— শরৎ-স্মৃতি।

Advertisement

স্কুল চত্বরে এখন সাজ সাজ রব। ছোট ছোট হাতে তৈরি নানা মডেলে জীবন্ত হয়ে উঠেছেন কথাশিল্পী। ফুটে উঠেছে তাঁর জীবন ও সাহিত্য। লালু থেকে সব্যসাচী, বিন্দুর ছেলে থেকে ইন্দ্রনাথ— কালজয়ী সব চরিত্রদের ভিড় মডেলে মডেলে। ছাত্রদের নিপুণ শিল্পকলায় ধরা পড়েছে শরৎচন্দ্রের জীবন দর্শন।

এই বিশাল যজ্ঞে সামিল স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। ছাত্রদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন অর্থনীতির শিক্ষক, ইংরেজি শিক্ষক ও শিক্ষিকা এবং ভূগোলের শিক্ষিকা। নেপথ্যে প্রধান চালিকাশক্তি স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার।

স্কুল কর্তৃপক্ষের কথায়, বর্তমান প্রজন্মের কাছে শরৎচন্দ্রের সাহিত্যকে পৌঁছে দেওয়াই আসল লক্ষ্য। বইয়ের পাতার বাইরে এসে রক্ত-মাংসের চরিত্ররা কথা বলছে মডেলের মাধ্যমে। শরৎচন্দ্রের দেশপ্রেম ও সমাজচেতনাকে পড়ুয়াদের মনে গেঁথে দিতেই এই আয়োজন। ছাত্রদের উৎসাহ এখন তুঙ্গে। নতুন করে শরৎচন্দ্রকে চেনার স্বাদ পাচ্ছে যোধপুর পার্কের এই ঐতিহ্যবাহী স্কুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement