shono
Advertisement
Chandan Sen

RG Kar কাণ্ডের প্রতিবাদ! দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাতে চান নাট্যব্যক্তিত্ব চন্দন সেন

নাট্য অকাদেমি পুরস্কার ফেরাচ্ছেন অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও!
Published By: Suparna MajumderPosted: 11:34 AM Sep 03, 2024Updated: 05:12 PM Sep 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে। লালবাজারে এখনও অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যেই রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর আবেদন জানিয়ে ই-মেল করলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। এদিকে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ নাট্য অকাদেমি পুরস্কার ফেরত পাঠাচ্ছেন অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

রবিবার কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধরনামঞ্চে যোগ দেন কাঞ্চন। সেখানে ধর্ষকদের ফাঁসি দাবি করার পরক্ষণেই আন্দোলনকারী ডাক্তার কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?” এর পরই আবার তিনি বলেন, "তাঁরা যাঁরা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছেন তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।" নিজের মন্তব্যের জন্য তারকা বিধায়ক ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। বলেছেন নিজের মন্তব্যের জন্য তিনি 'লজ্জিত ও দুঃখিত।'

[আরও পড়ুন: ‘কী গো মেয়েরা আমাকে এত ভালোবাসে কেন?’ আঁচল-খসা প্রেয়সীকে প্রশ্ন উত্তমের ]

কিন্তু এমন মন্তব্যে এবং আর জি করের ঘটনা নিয়ে বেজায় অসন্তুষ্ট চন্দন সেন। দীর্ঘ দিন ধরে তিনি নাট্য জগতের সঙ্গে যুক্ত। নাট্যক্ষেত্রে তাঁর অবদানের জন্য ২০১৭ সালে পেয়েছিলেন দীনবন্ধু মিত্র পুরস্কার। ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারে তথ্য দপ্তরকে মেল করে পুরস্কার ফেরত নেওয়ার আবেদন করেছেন। তথ্য সচিবকে জানিয়ে দিয়েছেন পুরস্কারের আর্থিক মূল্য ২৫০০০ টাকাও ফেরত দিতে চান। চন্দন সেনের বক্তব্য, "আমার বাবাও ডাক্তার ছিলেন। তাই ডাক্তারের প্রতি এই পাশবিক নির্যাতনের এবং খুনের প্রতিবাদে দিনবন্ধু পুরস্কার ফেরত।"

এর মাঝেই আবার শোনা যাচ্ছে, অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় তাঁর নাট্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নাটকের পাশাপাশি বাংলা সিরিয়ালেও অভিনয় করেন তিনি। বর্তমানে তাঁকে 'মালা বদল' সিরিয়ালে দেখা যাচ্ছে।  চলতি বছরই তিনি সেরা নির্দেশক হিসেবে নাট্য অকাডেমি পুরস্কার পেয়েছিলেন। পুরস্কার মূল্য ছিল তিরিশ হাজার টাকা। তাও ফেরত পাঠাচ্ছেন বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: কাঞ্চনের ‘স্লিপ অফ টাং’, স্বামীর হয়ে ক্ষমা চাইলেন শ্রীময়ী, কী লিখলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে। লালবাজারে এখনও অবস্থানে জুনিয়র চিকিৎসকরা।
  • এর মধ্যেই রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর আবেদন জানিয়ে ই-মেল করলেন প্রবীণ নাট্যকার চন্দন সেন।
Advertisement