shono
Advertisement
RG Kar Protest

আর জি কর কাণ্ডের প্রতিবাদ, রাজ্য চরুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিন্দা

পর্ষদের ওয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি দিয়ে পদত্যাগ শিল্পীর।
Published By: Kishore GhoshPosted: 01:45 PM Sep 05, 2024Updated: 03:33 PM Sep 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) ইতিমধ্যে গর্জে উঠেছে বিভিন্ন মহল। এবার তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য চরুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন চিত্রকর সনাতন দিন্দা। পর্ষদের ওয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন বিশিষ্ট এই শিল্পী। একই বিবৃতি সোশাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি। কী লিখেছেন সনাতন (Sanatan Dinda)?

Advertisement

এদিন ফেসবুক পোস্টে কলকাতার দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোত নাম সনাতন লেখেন, "আমি সনাতন দিন্দা। পিতা স্বর্গত শ্রী রতিকান্ত দিন্দা, মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্দা, বোন নিহত ‘তিলোত্তমা’ দিন্দা। আদি নিবাস ‘কুমারটুলি’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব.। দীর্ঘ দিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলাম। দীর্ঘ অনুপস্থিতির কারণে আমার কোনও ভূমিকা সেখানে ছিল না। তারপরও এখানকার সদস্যপদ থেকে নিজেকে মুক্ত করলাম।"

পর্ষদের সদস্যপদ ত্যাগের বিষয়ে সংবাদ প্রতিদিন ডট ইন-কে শিল্পী বলেন, "তিলোত্তমার বিচারের দাবিতে পদ ছেড়েছি। রাজ্য সরকার কিছু করছে না। ত্রিশঙ্কু পাটিগণিত চলছে! আজ শুনানির কথা ছিল, হল না। মোড় ঘোরানোর জন্য অনেক কিছুই হচ্ছে। (নির্যাতিতাকে) বোন লিখতে বাধ্য হলাম। নিজের পদবী যোগ করলাম। কারণ মানুষ নিজের লোকের জন্যই ঝাঁপিয়ে পড়ে। আজকে বাংলা ও বাংলার বাইরের মানুষ যেভাবে তিলোত্তমার জন্য রাস্তায় নামছে, আমারও মনে হচ্ছে ওঁকে নিজের করেনি। সেই কারণেই লিখেছি, আমার বোনের বিচার চাই।"

 

[আরও পড়ুন: পলিগ্রাফে দশ প্রশ্ন, লাই ডিটেক্টরের সামনেও সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা সঞ্জয়ের]

২০১১ সালে রাজ্য চারুকলা পর্ষদ সনাতন দিন্দাকে সদস্যপদ দেয়। বিশিষ্ট চিত্রকরের দাবি, আগেও একাধিকবার তিনি চিঠি লিখে পদত্যাগ করতে চেয়েছেন। যদিও তা গ্রহণ করা হয়নি। এবার আর জি কর কাণ্ডের জেরে পদত্যাগের কথা জানিয়েছেন পর্ষদের ওয়াটসঅ্যাপ গ্রুপে। যদিও পালটা প্রতিক্রিয়া মেলেনি। শিল্পীর বক্তব্য, "প্রতিক্রিয়া আসুক বা না আসুক, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি"। ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "এখানে বড় বড় শিল্পী রয়েছেন। তাঁদের তুলির এক আঁচড়ে আন্দোলন আরও বড় হতে পারে। কিন্তু তাঁরা চুপ করে আছেন। কীসের জন্য?"

 

[আরও পড়ুন: পদের অপব্যবহার করে কোটি কোটি বেতন, সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস]

এদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন কার্টুনিস্টরা। রাজ্য সরকার আয়োজিত চারুকলা মেলা বয়কটের পথে কার্টুনিস্টদের সংগঠন 'কার্টুন দল'। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও 'তুলি-কালিতে প্রতিবাদ' শুরু করেছে তারা। এছাড়াও আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফিরিয়েছেন চন্দন সেন, 'নাট্য অ্যাকাডেমি' প্রত্যাখ্যান করেছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরানোর কথা জানিয়েছেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১১ সালে রাজ্য চারুকলা পর্ষদের সনাতন দিন্দাকে সদস্যপদ দেয়।
  • বিশিষ্ট চিত্রকরের দাবি, আগেও একাধিকবার তিনি চিঠি লিখে পদত্যাগ করতে চেয়েছেন।
Advertisement