shono
Advertisement
Rishab Rikhiram

পহেলগাঁও জঙ্গি হামলায় বাতিল করেন সফর, এবার ঋষভের সুর মূর্চ্ছনায় ভাসবে কলকাতা

গত বছর মে মাসে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঋষভের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর সেই শো বাতিল করেছিলেন শিল্পী।
Published By: Arani BhattacharyaPosted: 05:35 PM Jan 21, 2026Updated: 07:50 PM Jan 21, 2026

সঙ্গীত, যা মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে এক বড় ভূমিকা গ্রহণ করে সবসময়। আনন্দ থেকে মনখারাপ সবসময়ের সঙ্গী হয় গান-সুর- ছন্দ। আর ঠিক সেভাবেই হয়তো এবার কলকাতাবাসীকে সুরের মূর্চ্ছনায় ভাসিয়ে নিয়ে যাবেন সেতারবাদক ঋষভ রিখিরাম। কলকাতার বুকে আয়োজিত হচ্ছে তাঁর শো 'সিতার ফর মেন্টাল হেলথ'।

Advertisement

নবীন প্রজন্মের শিল্পীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা শীর্ষে। তিনি সেতার বাদক ঋষভ রিখিরাম। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় আয়োজিত হতে চলেছে তাঁর অনুষ্ঠান। তাঁর সেতারের সুর মূর্চ্ছনায় ভেসে যাওয়ার জন্য কলকাতাবাসী অপেক্ষায় রয়েছেন। গত বছর মে মাসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঋষভের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সেই শো বাতিল করেছিলেন শিল্পী। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী এপ্রিলেই আয়োজিত হবে তাঁর শো 'সিতার ফর মেন্টাল হেলথ'।

১২ এপ্রিল কলকাতায় ঋষভের শো। তার অগ্রিম টিকিট বুকিং শুরু হবে আগামী ৩০ জানুয়ারি থেকে। শুধু তাই নয়, আগামী ১ ফেব্রুয়ারি দুপুর দু'টো থেকে শুরু হবে টিকিটের সাধারণ বিক্রি। উল্লেখ্য, শুধু কলকাতাই নয়, এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে আয়োজিত হচ্ছে ঋষভের এই শো। এককথায় বলতে গেলে সুরের ঝর্না নিয়ে আগামী মার্চ থেকেই তাঁর ভারত সফর শুরু করবেন। পৌঁছে যাবেন ভারতের সংস্কৃতি নিয়ে প্রায় প্রতিটি রাজ্যের সংস্কৃতিমনস্ক মানুষের দরবারে। আর সেই যাত্রা শিল্পী শুরু করবেন ১৫ মার্চ, বেঙ্গালুরু থেকে। এই তালিকায় রয়েছে কলকাতা ছাড়াও মুম্বই, পুণে, জয়পুর, হায়দরাবাদ, চেন্নাই-সহ আরও অনেক রাজ্য।

উল্লেখ্য, গত বছর মে মাসে এই শো বাতিল করেছিলেন ঋষভ রিখিরাম। ওই সময় ভারত-পাক সংঘাতের আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা শৈল্পিক স্বার্থকে এগিয়ে রাখতে নারাজ শিল্পীদের তালিকায় ছিলেন রিখিরামও। সেই সময় জানিয়েছিলেন, ' ‘শিল্প-সংস্কৃতি চলতেই থাকবে, তবে মানবতা সবার উপরে।’ ওই কঠিন সময়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছিলেন ঋষভ। নবীন সেতারশিল্পীর আরও বলেছিলেন, ‘মাতৃভূমি আগে। এটা দেশের পাশে থাকার সময়। একে-অপরের নিরাপত্তা নিশ্চিত করার সময়। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা…।’ দেশের সেনাজওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ওঁদের জন্যই আমরা প্রতি রাতে শান্তিতে ঘুমোতে পারি। ওদের সাহসই আমাদের আরও বিনয়ী করে তোলে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement