shono
Advertisement
Rupam Islam

৬০তম এককের আগে আবেগপ্রবণ রূপম ইসলাম, থাকছে বিশেষ চমকও!

কখন, কোথায় অনুষ্ঠিত হতে চলেছে রূপম ইসলামের একক সঙ্গীতসন্ধ্যা?
Published By: Manasi NathPosted: 06:11 PM Apr 14, 2025Updated: 06:11 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সালের ২৫ জানুয়ারি, রূপম ইসলামের ৩৯তম জন্মদিনে মাত্র ৫০ জন শ্রোতা নিয়ে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে শুরু হয় 'রূপম ইসলাম একক’। সেই শুরু। তারপর থেকে কেটে গিয়েছে একযুগ। ১২ বছরে ৫৯টি একক অনুষ্ঠান করে ফেলেছেন শিল্পী। এবার ৬০তম এককের পালা। 'খাস একক'। আগামী ১৯ এপ্রিল, জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে রূপম ইসলামের একক সঙ্গীতসন্ধ্যা। ওইদিন শিল্পী গিটার, কিবোর্ড, ইউকেলেলে এবং হারমোনিকার তালে শ্রোতাদের সামনে আবারও একসুরের মায়াজাল সৃষ্টি করবেন। ওই একই দিনে প্রকাশিত হবে পপতারকার গান সংকলনের দ্বিতীয় খণ্ড-‘গান সমগ্র ২’।

Advertisement

একযুগের এই পথচলায় নিজের ৬০তম একক অনুষ্ঠানের আগে স্বভবতই আবেগঘন শিল্পী। জানালেন, “৬০তম ‘একক’ অনেক অর্থেই ‘খাস’। ১২ বছর মানে হল একটা যুগ। সেই দিক থেকে ১২বছর ধরে মূলত অপরিচিত গান গাইবার বিকল্প মঞ্চ গড়ে তুলতে পেরেছি, যা ফসিলস-এর তুমুল জনপ্রিয়তার প্রতিস্পর্ধী এবং প্রতিটি ‘একক’ পূর্ণ প্রেক্ষাগৃহের সম্মান পেয়েছে, এটা নিজেই একটা খাস ব‍্যাপার। এটাকে সেলিব্রেট করতে আমি এমন কিছু পরিকল্পনা নিয়েছি যা সচরাচর ‘একক’-এ দেখা যায় না।" অর্থাৎ বলাই যায় নতুন অনুষ্ঠানে নয়া চমক নিয়ে হাজির হবেন শিল্পী।

প্রসঙ্গত, একযুগের এই যাত্রাপথে রূপমের ‘একক’ গুলোকে তাঁর অনুরাগীরা এখন এক সাংস্কৃতিক আন্দোলনের প্রতিভু বলেন। এর গভীর প্রভাব লক্ষ করা যায় তাঁর লেখা নিবন্ধ, কবিতা, চিত্রকর্ম, পত্রিকা এবং শ্রোতা-দর্শকদের প্রতিক্রিয়াতেও। এমনকী একক-এর নানা খুঁটিনাটি নিয়ে একটি সংগ্রহগ্রন্থও প্রকাশিত হয়েছে ইতিপূর্বে। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠান ঘিরে গড়ে উঠেছে এক বিশেষ শ্রোতা-সম্প্রদায়, যাঁরা নিজেদের ‘এককপন্থী’ বলেন। এই এককগুলিতে রূপম ইসলাম তাঁর স্বকীয়তায় এবং তীক্ষ্ণতায় অগুনতি সঙ্গীতানুরাগীর মন জয় করেছেন। 'খাস এককে'ও তার অন্যথা ঘটবে না, আশা অনুরাগীদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৩ সালের ২৫ জানুয়ারি, রূপম ইসলামের ৩৯তম জন্মদিনে মাত্র ৫০ জন শ্রোতা নিয়ে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে শুরু হয় 'রূপম ইসলাম একক’।
  • ১২ বছরে ৫৯টি একক অনুষ্ঠান করে ফেলেছেন শিল্পী। এবার ৬০তম এককের পালা।
  • আগামী ১৯ এপ্রিল, জি. ডি. বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে রূপম ইসলামের ‘একক’ সঙ্গীতসন্ধ্যা 'খাস একক'।
Advertisement