সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুক উঁচিয়ে হুমকি দিয়েছিলেন এক কৃষককে। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই গ্রেপ্তার করা হয়েছিল প্রশিক্ষণরত প্রাক্তন আইএএস পূজা খেদকারের মনোরমা খেদকারকে। সেই মামলায় অবশেষে তাঁকে জামিন দিল পুনের এক আদালত। শুক্রবার শর্তসাপেক্ষে ব্যক্তিগত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত।
মেয়ের কীর্তির জেরে গোটা দেশে যখন শোরগোল শুরু হয়েছে ঠিক সেই সময় এক পুরানো ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, বন্দুক উঁচিয়ে মহারাষ্ট্রের এক কৃষককে হুমকি দিচ্ছেন মনোরমা খেদকার। ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা জমিতে জেসিবি দাঁড় করানো। সেখানে দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এক কৃষককে শাসাচ্ছেন মনোরমা। জমি সংক্রান্ত বিষয়ে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছেন। একটা সময় বচসার মাঝে পকেট থেকে একটি বন্দুক বার করে তেড়ে আসতেও দেখা যায়। দাবি করা হয়, ওই কৃষকের জমি জবরদখল করার চেষ্টা করছিলেন মনোরমা। কৃষক বাধা দেওয়ায় শাসানি দেওয়ার পাশাপাশি বন্দুক নিয়ে ভয় দেখানো হয়। এই ঘটনার তদন্তে নেমে মনোরমার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়েরের পাশাপাশি এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
[আরও পড়ুন: খাদ্যপণ্য অগ্নিমূল্য! তথাপি ‘খাদ্য উদ্বৃত্ত দেশ ভারত’, দাবি করলেন মোদি]
শুক্রবার পুনের এক আদালতে সেই মামলার শুনানিতে মনোরমার জামিন মঞ্জুর করে আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়ার পাশাপাশি একাধিক শর্ত চাপানো হয়েছে তাঁর উপর। আদালত জানিয়েছে, তদন্তকারী আধিকারিকরা যখনই ডাকবেন, তখনই থানায় হাজিরা দিতে হবে তাঁকে। পুলিশকে না জানিয়ে তিনি পুনের বাইরে যেতে পারবেন না। তদন্তের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি, সাক্ষীর সঙ্গে দেখা বা অন্য কোনওভাবে যোগাযোগ করতে পারবেন না। একইসঙ্গে তদন্তকারীদের সঙ্গে সর্বদা সহযোগিতা করতে হবে তাঁকে।
[আরও পড়ুন: ওয়ানড়ে ধ্বসস্তূপের আড়ালে জীবিত কেউ নেই তো? খোঁজ করছে ডিপ সার্চ রাডার]
মনোরমা জামিন পেলেও অস্বস্তি কাটছে না তাঁর কন্যা পূজার। ট্রেনি আইএএস হয়েই বেআইনিভাবে সরকারি সুযোগ নেওয়ার অভিযোগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে অভিযোগ ভুয়ো তথ্য ও শংসাপত্র দাখিল করে চাকরি পেয়েছেন তিনি। এই ঘটনায় তাঁকে সারা জীবনের জন্য বহিষ্কৃত করেছে ইউপিএসসি। পাশাপাশি শুক্রবার তাঁর জামিনের আর্জিও খারিজ হয়েছে।