shono
Advertisement

Breaking News

গুহায় আটকে ১২ জন খুদে ফুটবলার, উদ্ধারে গিয়ে মৃত থাই নৌসেনার প্রাক্তন কর্মী

অক্সিজেনের অভাবে মৃত্যু৷ The post গুহায় আটকে ১২ জন খুদে ফুটবলার, উদ্ধারে গিয়ে মৃত থাই নৌসেনার প্রাক্তন কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM Jul 06, 2018Updated: 07:31 PM Jul 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুহায় আটতে পড়া জুনিয়র ফুটবল দলকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল থাই নেভি সিলের প্রাক্তন এক কর্মীর৷ জানা গিয়েছে, গুহায় আটকে থাকা ১২ জন খেলোয়াড় ও তাদের কোচকে উদ্ধার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি৷ কিন্তু সেখানে আগে থেকেই অক্সিজেনের পরিমাণ কম ছিল৷ ফলে গুহার অন্দরেই মৃত্যু হয়েছে তাঁর৷

Advertisement

[সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে নির্বাচন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে আশ্বাস হাসিনার ]

গত দু’দিন ধরেই সমগ্র বিশ্বের নজর রয়েছে থাইল্যান্ডের দিকে৷ গত ২৩ জুন ফুটবল প্র্যাকটিসের পর চিয়াঙ্গ রাই প্রদেশের থাম লুঙ্গ গুহায় কোচের সঙ্গে প্র্যাকটিস করেছিল ১২ জনের একটি ফুটবল দলটি৷ কিন্তু বৃষ্টির কারণে সেখানেই আটকে পড়ে তাঁরা৷ যেতে থাকে গুহার আরও গভীরে৷ খারাপ আবহাওয়ায় বৃষ্টির জন্য উলটো দিকে বাড়তে থাকে গুহার ভিতরের জলস্তর৷ অত্যন্ত কষ্টের মধ্যেই প্রায় দু’সপ্তাহ পরে জীবিত থাকতে দেখা যায় দলটিকে৷ গুহার বাইরে তাঁদের খেলার সরঞ্জাম পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়৷ সেই সূত্র ধরেই দলটির খোঁজ মেলে গুহার অত্যন্ত গভীরে৷

[জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের আবেদন নাকচ মালয়েশিয়ার]

এরপরেই উদ্ধারকার্যে নামে থাই নেভি সিল টিম৷ কিন্তু ক্রমাগত বৃষ্টির ফলে বাড়তে থাকে গুহার ভিতরের জলস্তর৷ এমনকি অক্সিজেনও কম থাকায়, কৃত্রিম ভাবে গুহার ভিতরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে থাই প্রশাসন৷ সেনার অনুমান আটকে পড়া ফুটবল দলকে উদ্ধার করতে সময় লাগবে৷ এমনকি তাঁদের উদ্ধার করতে নয়া পন্থাও নিয়েছে থাইল্যান্ডের নৌসেনা৷ ফুটবল টিমের প্রত্যেককে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে৷

The post গুহায় আটকে ১২ জন খুদে ফুটবলার, উদ্ধারে গিয়ে মৃত থাই নৌসেনার প্রাক্তন কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement